আলাপ:সৃষ্টিকর্ম

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Kolpodroom কর্তৃক ৪ বছর পূর্বে

সৃজনশীল কাজ বলতে বোঝায় কোন সৃজনশীল চিন্তার বহিঃপ্রকাশ যা হতে পারে চারুকলা(ভাস্কর্য তৈরি,ছবি আঁকা,রঙ করা,রেখাচিত্র অথবা নির্বর্তনকলা)নাচ,অভিনয়,সুরসৃষ্টি এবং ছায়াছবি তৈরি।

সৃজনশীল কাজের জন্য সৃষ্টিশীল মন থাকা প্রয়োজন এবং সেটা কারোর যথেচ্ছামত হয় না।যদিও কোন কাজের কোন কোন দিকে একজন স্রষ্টা স্বেচ্ছাচারী হতে পারেন।আর এই কারণে দুজন ব্যক্তির একই ধরণের সৃষ্টিকর্ম থাকার সম্ভাবনা খুবই কম।সৃজনশীল কাজের দুটি ধাপ আছে-প্রথমত কোন বিষয়ে একটি ধারণা তৈরি করা,দ্বিতীয়ত সেই ধারণাকে বাস্তব অবয়ব অথবা প্রক্রিয়ায় রূপান্তরিত করা।সম্পূর্ণ সৃষ্টির প্রক্রিয়ায় এক বা একাধিক ব্যক্তি যুক্ত থাকতে পারেন।বর্তমান উন্নত প্রযুক্তির এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে মানুষের কোন ভূমিকা ছাড়াও সৃজনশীল কাজ হতে পারে।সেক্ষেত্রে পূর্বের প্রথম ধাপটি বাতিল হয়ে যায়।সাধারণভাবে সৃজনশীলতার একটি নান্দনিক মূল্য আছে।এটা হলো সৃজনশীল কাজের বাহ্যিক রূপ যা অন্যান্যদের মনে কাজটি যে সৃজনশীল এই ধারণা স্থাপন করতে সাহায্য করে।

উদ্ধৃতি

"আমার মতে সৃজনশীল কাজের জন্য নিঃসঙ্গতার প্রয়োজন আছে।কারণ সৃজনশীল ব্যক্তি সর্বদা,এমনকি অবচেতন মনেও তার ভাবনাগুলো নিয়ে কাজ করতে থাকেন।যেহেতু সৃষ্টি প্রক্রিয়া বিব্রতকর একটি বিষয়।তাই অন্যদের উপস্থিতি এতে বাঁধা সৃষ্টি করে।একটা ভালো চিন্তার আগে শত সহস্র হাস্যকর চিন্তা আপনার মাথায় আসে যা আপনি কখনোই অন্যদের দেখাতে চাইবেন না।"আইজাক আসিমভIsaac Asimov’s Advice for Being Creative, 1959 (first published October 20, 2014).

Creative work

--কল্প (আলাপ) ০০:২০, ২০ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন