আলাপ:লিবিডো

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পরিবর্তন[সম্পাদনা]

নামটি যৌন প্রবৃত্তি তে রূপান্তর করলে ভালো হয় না কি?

লিবিডো না ‘কাম ‘[সম্পাদনা]

লিবিডো শীর্ষক নিবন্ধটি একটি প্রয়োজনীয় রচনা। কিন্তু শব্দটি অবাঙ্গালী। বহু অবাঙ্গালী শব্দ বাংলাভাষার চৌহদ্দীতে প্রবেশ করে স্থায়ী আসন করে নিলেও সে সৌভাগ্যে ”লিবিডো” মণ্ডিত নয়। এর বাংলা যৌনতাড়না হলে সর্বাংশে ঠিক হবে না কেননা, একদিকে, যৌন শব্দটি ব্যুৎপত্তিগতভাবে স্ত্রী জাতির যোনী উদ্ভূত; অন্যদিকে ‘তাড়না’,‘ প্রবৃত্তি’ ইত্যাদি শব্দেরও পৃথক অর্থ ও ব্যবহার রয়েছে (এরা সমার্থকও নয়)। তার চাইতে কাম শব্দটি একই সঙ্গে নিরপেক্ষ এবং যথাযথ। -- Faizul Latif Chowdhury (আলাপ) ১৩:৩৫, ৩০ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

কাম শিরোনামে নিবন্ধটি স্থানান্তর করা যায়। বাংলা উপযুক্ত শব্দ থাকতে ইংরেজি কেন। কায়সার আহমাদ (আলাপ) ১৩:৫২, ৩০ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]