আলাপ:রংপুর নার্সিং কলেজ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রংপুর নার্সিং কলেজ

রংপুর নার্সিং কলেজ বাংলাদেশের সরকারি নার্সিং কলেজ গুলোর মধ্যে অন্যতম।রংপুর নার্সিং কলেজ অবস্থিত রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে।আর রংপুর মেডিকেল কলেজের উত্তর দিকে। রংপুর নার্সিং কলেজ ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়।এর আগে এটি নার্সিং ইনস্টিটিউট হিসেবে পরিচিত ছিল। এটি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি সরকারি প্রতিষ্ঠান। ব্তমানে অত্র কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত আছেন জনাব মোছাঃ রিজিয়া খাতুন। তিনি একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা। বর্তমানে অত্র কলেজে বিএসসি ইন্ নার্সিং ও ডিপ্লোমা ইন্ মিডওয়াইফারী এই দুটি কোর্ষ চালু আছে। বিএসসি ইন্ নার্সিং কোর্ষে শিক্ষার্থীদের আসন সংখ্যা মাত্র ১০০ টা।যেখানে প্রতি বছর ১০ জন ছাত্র ও ৯০ জন ছাত্রী ভর্তি করা হয়। প্রতি বছর ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়।

[Attach file: Screenshot_20200402-130536~2.png