আলাপ:যাস্ক

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নাম স্থানান্তর[সম্পাদনা]

@Prince ovy: সুধী, আমি দেখছি আপনি কারণ ব্যাখ্যা অথবা প্রণেতা/সম্প্রদায়ের মতামত ছাড়াই নিবন্ধ ভিন্ন নামে স্থানান্তর করছেন। আপনি যদি মনে করেন যে শিরোনামে আপনি স্থানান্তর করেছেন তা সঠিক, তাহলে এখানে তার পুরোপুরি কারণ ব্যাখ্যা করেন। নাহলে পূর্বের শিরোনামে ফিরিয়ে আনা হোক। তাছাড়াও আমি দেখছি, প্রণেতার @Gc Ray শিরোনামটি অনেক জায়গায় উল্লেখ রয়েছে, সেটি বাংলায় হতে পারে (যদিও আমার এবিষয়ে জ্ঞান নেই)। -- ওহিদ (আলাপ) ১৩:০৪, ৮ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@ওহিদ আমি এ বিষয়ে আলোচনা করেনি কারণ আমি জানি শিরোনাম গুলো ভুল তাই ঠিক করেছি। যদিও কারন দেওয়া উচিত ছিল। -- Prince ovy (আলাপ) ১৩:৫২, ৮ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

ইয় সংস্কৃত, যার বাংলা বর্ণ য। যেমন বাংলায় লেখা আছে যদা যদা, এর সংস্কৃত উচ্চারণ হবে ইয়দা ইয়দা। ধন্যবাদ। Gc Ray (আলাপ) ১৩:১৯, ৮ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Gc Ray হিন্দি ও সংস্কৃতি यास्क (ইংলিশ Yāska) এটি অনুবাদ করলে ইয়াস্কা বা ইয়াস্ক আসে এছাড়া এই দেখুন [১] তবে এটি বিশদভাবে আলোচনা প্রয়োজন যদি এটা নিয়ে সংশয় থাকে। -- Prince ovy (আলাপ) ১৩:৪৮, ৮ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Gc Ray আমি আপনার নিবন্ধন কিছু শিরোনাম ভুল ছিল ঠিক করেছি। -- Prince ovy (আলাপ) ১৩:৫০, ৮ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
এছাড়া শব্দ ব্রহ্ম নিবন্ধন এ আমরা ইয়াস্কা বা ইয়াস্ক এর আলোচনা খুঁজে পাবো -- Prince ovy (আলাপ) ১৪:০৪, ৮ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
ইয়াস্কা বানাটি সঠিক নয়। সংস্কৃত বা হিন্দিতে উচ্চারণ হবে য়াস্ক। তবে বাংলায় যাস্ক -ই শুদ্ধ। সবচেয়ে বড় কথা ইয়াস্ক শব্দটি কোনো বইতেই লেখা হয় না। যাস্ক শব্দটিই ব্যবহার হয়। বাংলা অভিধানেও শব্দটি দেখতে পারেন। -- রবিন সাহা ০৯:২৯, ১২ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]