আলাপ:মওলানা ভাসানী হল (জাবি)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বিশেষভাবে উল্লেখযোগ্য না হলে শুধু শুধু হলের নামে নিবন্ধ করে কি লাভ? শুধু ছবি যোগ করার জন্য নিবন্ধ না করে জাবির নিবন্ধে অনুচ্ছেদ আকারে যোগ করে দেয়াটা সবচে ভাল হবে।--μακσυδ - ম্যাক্সআলাপ ১৫:২৯, ১০ ফেব্রুয়ারি ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]

যায়গার যদি টানাটানি না পড়ে তাহলে অসুবিধা কি? information তো information যত বেশী থাকবে তত সুবিধা। ‍‍‍Mamun2a ০৬:৩৫, ১১ ফেব্রুয়ারি ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]

জায়গার টানাটানি নাই এটা আপনাকে কে বললো। অসীমের মাঝে আসেন নাকি ভাই!!! যাই হোক, হলগুলোর যদি উল্লেখযোগ্য কোন ইতিহাস না থাকে তাহলে দয়া করে হল গুলো সম্পর্কে মূল জাবি র নিবন্ধে অনুচ্ছেদ করে লিখুন। হলের জন্য নতুন নিবন্ধ তৈরি করবেন না। উল্লেখ্যযোগ্যতা না থাকলে উইকিপিডিয়া থেকে নিবন্ধ মুছে দেওয়া হয়। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:৪৯, ১১ ফেব্রুয়ারি ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]

well, thats the point. ok i'll follow.Mamun2a ১০:১৮, ১১ ফেব্রুয়ারি ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]