আলাপ:নেচার (গবেষণা পত্রিকা)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Infobox journal template বাংলা উকিপিডিয়াতে আছে? ছবির অভাবে ভুগছি। সমাধান কি? সাজ্জাদ বিন কামাল (আলাপ) ১৫:০১, ৩ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

Impact Factor কে বাংলায় কি লেখবো?[সম্পাদনা]

আমি লিখেছি প্রভাব নির্দেশক । ঠিক আছে? সেই সাথে Citation বা Cite এর বাংলা কি লিখবো?? বাংলায় যদি উদ্ধৃতি/উদ্ধৃত লিখি ঠিক হবে? Highly/mostly cited => অসংখ্যবার উদ্ধৃত ? সাজ্জাদ বিন কামাল (আলাপ) ১৫:৩২, ৩ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

এটমস্ফেরিক ফিজিক্স বাংলা কি?[সম্পাদনা]

আমি ইংরেজীটাই বাংলায় লিখে দিলাম। বাংলায় লিখতে যেয়ে কেন জানি মনে হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে আমার জ্ঞান কমছে! বাংলা ভাষা এখনও বৈজ্ঞানিক প্রবন্ধ রচনার উপযুক্ত হয়নি। অভিজ্ঞ কেউ কি বলতে পারবে লেখার prose ঠিক আছে কিনা? আমার কেন জানি পড়ে ভালো লাগছে না। সাজ্জাদ বিন কামাল (আলাপ) ২১:৪২, ৩ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

নেচার অন্য রচনা[সম্পাদনা]

এই মাত্র আবিষ্কার করলাম নেচার নামক আরেকটি প্রবন্ধ আছে, বাংলা উইকিতে। ইংরেজীতে দেখলাম, Nature আর Nature_Journal দুটো ভিন্ন অন্তর্ভুক্তি। বাংলাতে যে নেচার লেখা হয়েছে, তা ইংরেজী'র বঙ্গানুবাদ। একেবারে খারাপ হয়নি। সেই লেখা এই প্রবন্ধের সাথে মিলিয়ে দেয়া উচিত। কেউ এই কাজ করার আগে আমাকে জানান। যেনো, প্রয়োজনীয় সংশোধন সম্ভব হয়। দুটো merge করলে ভালো একটা প্রবন্ধ খাড়া হবে। আর নেচার শিরোনামে, ইংরেজী Nature'র মতোই প্রবন্ধ থাকা উচিত।