আলাপ:টাঙ্গাইল শাড়ি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: রিজওয়ান আহমেদ কর্তৃক ৩ মাস আগে "শিরোনামে "বাংলাদেশ" যোগ করাটা কতটুকু যৌক্তিক?" অনুচ্ছেদে

শিরোনামে "বাংলাদেশ" যোগ করাটা কতটুকু যৌক্তিক?[সম্পাদনা]

উক্ত শিরোনামে টাঙ্গাইল শাড়ির পাশাপাশি বাংলাদেশ উল্লেখ করা হয়েছে। কিন্তু, টাঙ্গাইল শাড়ির শেকড় ও উৎপত্তি বাংলাদেশের টাঙ্গাইল জেলাতেই। টাঙ্গাইল নামের স্থান আর কোথাও নেই। আর, অন্য কেউ এটাকে নিজেদের বলে দাবি করলে সেই দাবিকৃত নিবন্ধে তাদের দাবিকৃত স্থান উল্লেখ করে মূল নিবন্ধ থেকে পৃথক করা যেতে পারে। কিন্তু, তাই বলে মূল নিবন্ধে "বাংলাদেশ" যোগ করে মেধাসত্ত্বকে অন্যদের মাঝে আধাআধি বিলিয়ে দেয়া উচিত নয়। টাঙ্গাইল শাড়ি বলতেই বাংলাদেশের শাড়ি ও সংস্কৃতি বোঝায়। দশকের পর দশক ধরে টাঙ্গাইলের শাড়ি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে আসছে। এখন, হুট করে অন্য কেউ নিজেদের বলে দাবি করলে সেটাকে আলাদাভাবে উল্লেখ করে পৃথক করা যায়। কিন্তু, তার জন্য মূল নিবন্ধে এভাবে শেষাংশ যোগ করা কতটুকু যৌক্তিক? রিজওয়ান (আলাপ) ১৭:৩৭, ৩ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন