আলাপ:জশনে জুলুস

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Al Riaz Uddin Ripon কর্তৃক ১ বছর পূর্বে "জশনে জুলুছ" অনুচ্ছেদে

জশনে জুলুছ[সম্পাদনা]

হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন তথা মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এই জশনে জুলুছ চট্টগ্রাম তথা সমগ্র বাংলাদেশের মুসলিমদের ঐতিহ্য। বাংলাদেশ সৃষ্টির পর থেকে ১৯৭৪ সাল থেকে এই জনশে জুলুছ আয়োজিত হয়ে আসছে । এই জশনে জুলুছের জনপ্রিয়তা এখন সমগ্র বাংলাদেশে। যা জাতীয় দৈনিক এবং আন্তর্জাতিক দৈনিকের তথ্যসূত্র দ্বারা লিপিবদ্ধ । [১]https://www.thedailystar.net/news/bangladesh/news/50th-jashne-julus-be-held-ctg-tomorrow-3138246 [২]https://www.thedailystar.net/news/bangladesh/news/50th-jashne-julus-be-held-ctg-tomorrow-3138246 এবং এতে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহন করে। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে এতে ৫০ লক্ষ মানুষ অংশগ্রহণ করে এই বর্নাঢ্য আয়োজনে। ২০২২ইং সালের ৯আক্টোবর ছিল জশনে জুলুছের ৫০তম আয়োজন। [৩]https://www.tbsnews.net/bangladesh/eid-e-miladunnabi-jashan-e-julus-20-october-chattogram-315043 এই ধরনের বৃহৎ একটা বার্ষিক আয়োজনের ইকিপিডিয়ায় নিবন্ধন থাকা উচিত যা উইকিপিডিয়াকে আরো সমৃদ্ধ করবে। এধরনের জনপ্রিয় একটা ইভেন্টের নিবন্ধন সম্প্রসারণে ভূমিকা রাখতে উইকিপিডায়া সম্পাদকদের প্রতি বিনীত আহবান জানাচ্ছি। YeasinArafatImran (আলাপ) ০৭:০৩, ১২ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@YeasinArafatImran: নিবন্ধটিকে জশনে জুলুস নামে স্থানান্তর করা হয়েছে। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৭:২৭, ১২ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Al Riaz Uddin Riponআপনার সম্পাদনার জন্য ধন্যবাদ, আনজুমান ট্রাস্টের অফিসিয়াল পোস্টারে যুগ যুগ ধরে জশনে জুলুছ লিখে আসছে। পরিবর্তন করার আগে আলোচনায় অংশ গ্রহণ করা উচিত ছিল। ~YeasinArafatImran YeasinArafatImran (আলাপ) ০৭:৪৬, ১২ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
দয়া করে নিবন্ধে ব্যবহৃত তথ্যসূত্র এবং আনজুমান ট্রাস্টের ওয়েবসাইট পরিদর্শন করে দেখুন। কেবল পোস্টার ছাড়া অন্যান্য জায়গায় জশনে জুলুস বানানটিই বহুল ব্যবহৃত ও প্রচলিত। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৭:৩৬, ১২ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আপনার সর্বশেষ সম্পাদনা আংশিক পরিবর্তন এনেছি। স্থানাঙ্ক পূনরায় যুক্ত করেছি। কেননা বাংলাদেশে মূল জুলুস একটিই হয় যেখানে সারা বাংলাদেশ থেকে মানুষ অংশগ্রহণ করে তাই এই জুলুসের স্থান নির্ধারণ খুবই জরুরী বিষয়। YeasinArafatImran (আলাপ) ১০:৫৬, ১২ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন