আলাপ:জমিয়তে উলামায়ে বাংলাদেশ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জমিয়তে উলামা বাংলাদেশ[সম্পাদনা]

জমিয়তে উলামা বাংলাদেশ গঠন করেন আল্লামা আলিমুদ্দিন দুর্লভপুরী,

জমিয়তে উলামা বাংলাদেশ আগে জমিয়তে উলামায়ে ইসলাম এর সাতে ছিলো। তারপর ২০ দলিয় জোটে জমিয়তে উলামায়ে ইসলাম অংশগ্রহণ করে। কিন্তু আল্লামা আলিমুদ্দিন দুর্লভপুরী ফতোয়া দেন যে নারী নেতৃত্ব হারাম। তাই জমিয়তে উলামায়ে ইসলাম ২০ দলিয় জোটে সামিল হবে না। কিন্তু কে শুনে কার কথা । জমিয়তে উলামায়ে ইসলাম ২০ দলিয় জোটে সামিল হয়। তাই আলিমুদ্দিন দুর্লভপুরী পূর্ণাজ্ঞ কমিটির দ্বারা আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিস লক্ষিপুরী প্রধান উপদেষ্টা হয়ে তৈরী করেন জমিয়তে উলামা বাংলাদেশ।

https://www.facebook.com/jamioteulamabd/

103.49.115.198 (আলাপ) ১৪:০৬, ৬ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]