আলাপ:জঙ্গি
আলোচনা যোগ করুনঅবয়ব
সাম্প্রতিক মন্তব্য: মুহাম্মাদ রবিউল হক কর্তৃক ৪ বছর পূর্বে "ইসলামি জঙ্গিবাদ" অনুচ্ছেদে
ইংরেজি থেকে অনুবাদ
[সম্পাদনা]এই পাতাটি ইংরেজি Militant থেকে অনুবাদ করা হয়েছে। যেখানে কিনা বাংলায় জঙ্গি কিছু অন্য বিষয়কেই বুঝানো হয়ে থাকে। নিবন্ধের পুনর্গঠন করা উচিৎ বলে মনে করছি। আ হ ম সাকিব বার্তা ০৭:৫২, ১৫ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
- নিবন্ধ শুধুমাত্র এই শব্দটি নিয়ে সুতরাং পুনর্গঠনের প্রয়োজন দেখি না। বাংলাদেশে কি বুঝাণো হয় বা অন্য দেশে কি বুঝানো হয় সেটা নিয়ে আলাদা অনুচ্ছেদ হতে পারে।~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:০১, ১৫ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
ইসলামি জঙ্গিবাদ
[সম্পাদনা]ইসলামি জঙ্গিবাদ নিয়ে যে বিশ্লেষণ বা ডিসকোর্স দেওয়া হয়েছে তা পশ্চিমা কিছু তথাকথিত গবেষণার আলোকে যার সাথে বাস্তবতার কোন মিল নাই। পশ্চিমা গবেষকগণ আফগান-ইরাক যুদ্ধে নিবির্চারে নিরিহ বেসামরিক জনগনকে হত্যাকে জাস্টিফাই করে যাচ্ছে। অথচ অনেক ইসলামি দাঈ,ধর্মবেত্তা বা ইসলামি শিক্ষাকেন্দ্র যেমন ভারতের দেওবন্দকে জঙ্গি বলে চালিয়ে দিয়েছেন। মুহাম্মাদ রবিউল হক (আলাপ) ১১:২৪, ১৪ এপ্রিল ২০২০ (ইউটিসি)