আরাম বানু বেগম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আরাম বানু বেগম
রাজকুমারী
জন্ম২২ ডিসেম্বর, ১৫৮৪
ফতেহপুর সিক্রি, আগ্রা, ভারত
মৃত্যুআনু. ১৭ জুন ১৬২৪(1624-06-17) (বয়স ৩৯)
রাজবংশতৈমুরি রাজবংশ
পিতাসম্রাট আকবর
মাতাবিবি দৌলত শাদ
ধর্মইসলাম

আরাম বানু বেগম (২২ ডিসেম্বর, ১৫৮৪–আনু.১৭ জুন, ১৬২৪) একজন মোগল রাজকন্যা। তিনি সম্রাট আকবরের সর্বকনিষ্ঠ কন্যা। তার মায়ের নাম বিবি দৌলত শাদ। দৌলত শাদ শাকর-উন-নেসা বেগমেরও মা।[১] আরাম বানু ছিলেন সম্রাট জাহাঙ্গীরের ছোট বোন, তবে তাদের মা ছিলেন আলাদা।

জীবন[সম্পাদনা]

আরাম বানু বেগমের জন্ম ১৫৮৪ সালের ডিসেম্বর মাসে ভারতের আগ্রা-তে।[২] তার নাম "আরাম বানু" রেখেছিলেন স্বয়ং সম্রাট আকবর। বলা হয়ে থাকে তার জন্ম "শাহেনশাহর হারেমকে মহিমান্বিত করেছে ... এবং বিশ্বের মহান শাসকেরা তাকে মহান নাম দিয়েছেন।" [৩] আরাম বানু বেগম ছিলেন খুব চঞ্চল এবং বদরাগী।[৪]

সম্রাট আকবর তার কন্যার প্রতি অত্যন্ত সদয় ছিলেন, তাই তিনি তার "অশোভন আচরণকেও শোভন" বলতেন।[৫] তিনি বারবার তার বড় ভাই সেলিমকে বলতেন যেন তিনিও আরাম বানুর প্রতি সদয় আচরণ করে।[৬] আরাম বানুর বড় বোন শাকর-উন-নেসা বেগম। তাদের মা একজনই ছিলেন।[৬] শাকর-উন-নেসা বেগমকে জাহাঙ্গীর অনেক পছন্দ করতেন।[৭]

কিছু সূত্র থেকে জানা যায় যে, তিনি মির্জা আব্দুর রহিমের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।[৮] তবে তুজক-ই-জাহাঙ্গীরী তে বলা হয়েছে যে তিনি জাহাঙ্গীরের শাসনামলে অবিবাহিত অবস্থায় মারা যান। [৬]

মরণ[সম্পাদনা]

আরাম বানু বেগম মারা গেছেন আনুমানিক ১৭ জুন, ১৬২৪ সালে। তখন তার বয়স হয়েছিলো ৩৯ বছর।জাহাঙ্গীরনামায় তার মৃত্যুর বর্ণনা দিয়ে বলা হয়েছে যে, "তাঁকে সম্রাট আকবর অনেক ভালোবাসতেন।"[৭] তাকে আগ্রার সিকান্দ্রাতে তার পিতার সমাধিতে দাফন করা হয়েছিল।[৯]

স্বীকৃতি[সম্পাদনা]

  • আরাম বানু বেগম বার্ট্রিস স্মলের উপন্যাস বন্য জেসমিন (২০১১) এর একটি চরিত্র হিসেবে তুলে ধরা হয়।[১০]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Moosvi, Shireen (২০০৮)। People, taxation, and trade in Mughal India। Oxford University Press। পৃষ্ঠা 114আইএসবিএন 9780195693157 
  2. Burke, S. M. (১৯৮৯)। Akbar: The Greatest Mogul (ইংরেজি ভাষায়)। Munshiram Manoharlal Publishers। পৃষ্ঠা 144। 
  3. Lal, Ruby (২০০৫)। Domesticity and power in the early Mughal world। Cambridge University Press। পৃষ্ঠা 187। আইএসবিএন 9780521850223 
  4. Eraly, Abraham (২০০৭)। Emperors Of The Peacock Throne: The Saga of the Great Moghuls। Penguin UK। আইএসবিএন 935118093X 
  5. Chaudhry, Nazir Ahmad (২০০২)। Anarkali : archives and tomb of Sahib Jamal : a study in perspective। Sang-e-Meel Publications। পৃষ্ঠা 58। আইএসবিএন 9789693513844 
  6. Hindustan), Jahangir (Emperor of। The Tūzuk-i-Jahāngīrī: or, Memoirs of Jāhāngīr (ইংরেজি ভাষায়)। Munshiram Manoharlal। পৃষ্ঠা 36–37। 
  7. transl.; ed., (১৯৯৯)। The Jahangirnama : memoirs of Jahangir, Emperor of India। Oxford Univ. Press। পৃষ্ঠা 21, 423। আইএসবিএন 9780195127188 
  8. Lal, K.S. (১৯৮৮)। The Mughal harem। Aditya Prakashan। পৃষ্ঠা 116আইএসবিএন 9788185179032 
  9. Bhopal), Shāh Jahān̲ Begam (Nawab of। The Táj-ul Ikbál Tárikh Bhopal, Or, The History of Bhopal (ইংরেজি ভাষায়)। Thacker, Spink। পৃষ্ঠা 89। 
  10. Small, Bertrice (২০১১)। Wild Jasmine (Unabridged. সংস্করণ)। Random House। আইএসবিএন 9780307794857