বিষয়বস্তুতে চলুন

আরানমুলা কান্নাড়ি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আরানমুলা কান্নাড়ির আয়না অংশ
আরানমুলা কান্নাড়ি (আয়না)

আরানমুলা কান্নাড়ি (মালয়ালম: ആറന്മുളക്കണ്ണാടി, মানে Aranmula mirror বা আরান্মুলা আয়না) হল একধরনের হাতে তৈরি ধাতব আয়না যা ভারতের কেরেলা প্রদেশের আরানমুলা গ্রামে তৈরি করা হয় । অন্যান্য আয়নার মতো এতেও রয়েছে স্বচ্ছতা এবং এটির পেছনের দিকে রয়েছে আরেকটি আয়না যা ধাতব তৈরি । আরানমুলা কান্নাড়ি যে উপাদান ব্যবহার করা হয় তা একমাত্র সেখানকার বিশ্বকর্মারাই জানে কারণ এটি পারিবারিক গোপনীয়তা হিসাবে পরিবার থেকে পরিবারে চলে আসছে । তবে ধাতব বিশেষজ্ঞদের মতে এই আয়নাতে টিন, তামা ব্যবহার করা হয় । [] টিন ও তামার সঠিক মিশ্রণের মাধ্যমে এই আয়না তৈরি করা হয় এরপর আরানমুলা কান্নাড়িকে পালিশ করা হয় যতক্ষণ পর্যন্ত না স্বচ্ছ প্রতিবিম্ব তৈরি করে । কনে বিদায়ের সময় যে আট উপকরণ সাথে দেওয়া হয় তার মধ্যে আরানমুলা কান্নাড়িও স্থান পেয়েছে । কেরেলার এই ধাতব আয়না ঐতিহ্যের ইতিহাস বহন করছে এবং এই আয়নাকে সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় [] । তাই যুগ যুগ ধরে এই আয়না ধর্মীয় ঐতিহ্যের একটি অংশ হয়ে রয়েছে । লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে একটি ৪৫ সেন্টি মিটার লম্বা আরানমুলা ধাতব কান্নাড়ি রয়েছে । [] এই আয়না ২০০৪-০৫ সালে ভারতের ভৌগোলিক ইঙ্গিত হিসাবে স্বীকৃতি পায় । []

আরও দেখুন

[সম্পাদনা]

উইকিমিডিয়া কমন্সে আরানমুলা কান্নাড়ি সম্পর্কিত মিডিয়া দেখুন।

বহিঃসংযোগ

[সম্পাদনা]
  1. "Aranmula mirrors"The Hindu। Kollam, India। ২০১২-০৭-১৩। 
  2. "STATE WISE REGISTRATI ON DETAILS OF G.I APPLICATIONS"। India। 2004-05। ২৬ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 13 June 2013  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)