আরলং (একক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আরলং (প্রতীক E) টেলিযোগাযোগবিদ্যায় ব্যবহৃত একটি মাত্রাহীন একক যা টেলিযোগাযোগ ব্যবস্থার একটি অংশের ওপর আরোপিত চাপ (ফোনকলের পরিমাণ) পরিমাপ করে ।

এখানে, λ প্রতি একক সময়ে আগত ফোনকলের সংখ্যা, h প্রতিটি ফোনকলের গড় স্থায়িত্ব, E আরলং এ প্রকাশিত আরোপিত চাপ ।