আমেরিকান ফিকশন (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আমেরিকান ফিকশন
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
ইংরেজি: American Fiction
পরিচালককোর্ড জেফারসন
প্রযোজক
  • বেন লেক্লেয়ার
  • নিকোস কারামিগোস
  • কোর্ড জেফারসন
  • জারমেইন জনসন
চিত্রনাট্যকারকোর্ড জেফারসন
উৎসপার্সিভাল এভারেট কর্তৃক 
ইরাসিউর
শ্রেষ্ঠাংশে
সুরকারলরা কার্পম্যান
চিত্রগ্রাহকক্রিস্টিনা ডানলপ
সম্পাদকহিল্ডা রাসুলা
পরিবেশকঅ্যামাজন এমজিএম স্টুডিওজ
মুক্তি
  • ৮ সেপ্টেম্বর ২০২৩ (2023-09-08) (টরন্টো)
  • ১৫ ডিসেম্বর ২০২৩ (2023-12-15) (মার্কিন যুক্তরাষ্ট্র)
স্থিতিকাল১১৭ মিনিট[১]
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি

আমেরিকান ফিকশন (ইংরেজি: American Fiction) কোর্ড জেফারসন রচিত ও পরিচালিত ২০২৩ সালের মার্কিন হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র। এটি জেফারসনের পরিচালিত প্রথম চলচ্চিত্র। পার্সিভাল এভারেট রচিত ২০০১ সালে ইরাসিউর উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্রে দেখা যায় একজন হতাশ ঔপন্যাসিক-অধ্যাপক মজার ছলে একটি বই লিখেন, যা প্রকাশের পর তাকে খ্যাতি এনে দেয় এবং সমাদৃত হন। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন জেফ্রি রাইট, ট্রেসি এলিস রস, ইসা রে, ও স্টার্লিং কে. ব্রাউন।

২০২৩ সালের ৮ই সেপ্টেম্বর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয় এবং সেখানে এটি পিপলস চয়েস পুরস্কার অর্জন করে। অ্যামাজন এমজিএম স্টুডিওজের পরিবেশনায় ২০২৩ সালের ১৫ই ডিসেম্বর এটি প্রেক্ষাগৃহে সীমিত আকারে মুক্তি পায় এবং ২০২৩ সালের ২২শে ডিসেম্বর বিস্তৃত আকারে মুক্তি দেওয়া হয়। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট চলচ্চিত্রটিকে তাদের ২০২৩ সালের সেরা ১০ চলচ্চিত্রের তালিকায় স্থান দেয়[২][৩] এবং এটি ৮১তম গোল্ডেন গ্লোব পুরস্কারে শ্রেষ্ঠ সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রসঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে দুটি বিভাগে মনোনয়ন লাভ করে।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "American Fiction (15)"ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন। ৯ নভেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২৩ 
  2. লুইস, হিলারি (৬ ডিসেম্বর ২০২৩)। "National Board of Review Names 'Killers of the Flower Moon' Best Film of 2023"দ্য হলিউড রিপোর্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২৩ 
  3. হ্যামন্ড, পিট (৭ ডিসেম্বর ২০২৩)। "AFI Awards Film Top 10: 'Barbie', 'Oppenheimer', 'Maestro', 'Killers Of The Flower Moon' Among Org's Best Of 2023"ডেডলাইন হলিউড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২৩ 
  4. ল্যাং, ব্রেন্ট; শ্যানফেল্ড, ইথান (১১ ডিসেম্বর ২০২৩)। "Golden Globes 2024: Full Nominations List"ভ্যারাইটি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]