আমীর উদ্দিন দারোগা মসজিদ
আমীর উদ্দিন দারোগা মসজিদ | |
---|---|
ঘাট মসজিদ | |
ধর্ম | |
জেলা | ঢাকা জেলা[১] |
অঞ্চল | চট্টগ্রাম |
মালিকানা | আমির উদ্দিন |
পবিত্রীকৃত বছর | ১৮৪০ খ্রিঃ |
অবস্থা | সংরক্ষিত |
অবস্থান | |
অবস্থান | ঢাকা জেলা, বাংলাদেশ |
দেশ | বাংলাদেশ |
এলাকা | বাবুবাজার |
স্থাপত্য | |
ধরন | মসজিদ |
বিনির্দেশ | |
গম্বুজসমূহ | ৫টি |
মিনার | ১টি |
মিনারের উচ্চতা | ১০০ ফুট |
স্থানের এলাকা | (১৫.২৪ মি × ৮.২৩ মি) |
উপাদানসমূহ | ইট ও পাথর |
আমীর উদ্দিন দারোগা মসজিদ বাংলাদেশের ঢাকা জেলার একটি প্রাচনিতম মসজিদ। স্থানীয় মানুষজন দারোগা আমীর উদ্দিন মসজিদের বদলে এটিকে ঘাট মসজিদ হিসেবেই চেনে। এটি ঢাকার বাবু বাজার এলাকায় অবস্থিত।
ইতিহাস ও বিবরণ
[সম্পাদনা]১৮৪০ সালে ঢাকার প্রভাবশালী নাগরিক আমির উদ্দিন এ মসজিদটি নির্মাণ করেন। তিনি কোম্পানি আমলের দারোগা ছিলেন। ইতিহাসবিদরা মনে করেন তার চাকরির উপার্জন থেকে এ মসজিদটি নির্মিত হয়। উনিশ শতকে ঢাকার প্রভাবশালী নাগরিক আমীর উদ্দিন। তিনি কোম্পানি আমলের দারোগা। ওই সময়ে তার প্রচুর আয় ছিলো। চাকরির আয় থেকে আমীর উদ্দিন ত্রিপুরা জেলার বরদাখাত পরগনায় জমিদারি ক্রয় করে জমিদার হন। ওই জমিদারির ২২টি মৌজা ছিলো। এতে করে তার বেড়ে যায় আভিজাত্য। তবে এরপরেও জমিদারের বিপরীতে স্থানীয়রা তাকে দারোগা আমীর উদ্দিন নামেই ডাকতেন বা চিনতেন। আমির উদ্নি ঢাকার বুড়িগঙ্গা নদীর পাশে আলিশান বাড়ি ও মসজিদ তৈরি করেন। এতে মোগল আমলের কিছু নির্মাণশৈলী অনুকরণ করা হয়। নদী ও মসজিদের আশপাশের মুসলিম সম্প্রদায়ের মানুষজন এতে নামাজ আদায় করতো। আমীর উদ্দিনের দু’পুত্রের একজন দিলওয়ার আলী ও মুনশি ইউসুফ আলী। বংশ পরিক্রমায় ইউসুফ আলীর ছেলে ছিলো মুনশি গোলাম মাওলা। মাওলা ভাটিয়ালি গান ও মোরগ লড়াইয়ের প্রতিটান ছিলো।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ মুনতাসির মামুন এর লেখা। ঢাকা : স্মৃতি বিস্মৃতির নগরী (অখণ্ড)। অনন্যা। আইএসবিএন 9789849055839। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৯।
- ↑ "আমীর উদ্দিন দারোগার নাম বদলে ঘাট মসজিদ"। প্রথম আলো। ২ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৯।