বিষয়বস্তুতে চলুন

আমিনা আহমেদ আহুজা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আমিনা আহমেদ আহুজা
জন্ম
ভারত
মাতৃশিক্ষায়তনস্লেইড স্কুল অফ আর্ট
পেশাচিত্রশিল্পী
ক্যালিগ্রাফার
ভাষাতত্ত্ববিদ
লেখিকা
পরিচিতির কারণচারুলিপি (ক্যালিগ্রাফি) চিত্রকলা
দাম্পত্য সঙ্গীবিষ্ণু আহুজা
পিতা-মাতানুরউদ্দিন আহমেদ
পুরস্কারপদ্মশ্রী
ওয়েবসাইটWebsite

আমিনা আহমেদ আহুজা হলেন একজন ভারতীয় চিত্রশিল্পী, ক্যালিগ্রাফার, লেখিকা এবং ভাষাতত্ত্ববিদ। তিনি উর্দু কবিতা-অনুপ্রাণিত শিল্পকর্মের জন্য সমধিক পরিচিত।[]

জীবনী

[সম্পাদনা]

আমিনা আহমেদ আহুজা একজন ব্রিটিশ মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর বাবা ছিলেন ব্যারিস্টার ও সাহিত্যিক নুরউদ্দিন আহমেদ। আমিনা লন্ডনের স্লেইড স্কুল অফ আর্টে শিল্পকলার প্রশিক্ষণ নিয়েছিলেন।[] তিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) রুশ বিভাগীয় অনুষদের একজন প্রাক্তন সদস্যা এবং রুশ ছাড়াও তিনি ফারসি, জার্মান, ফরাসি, হিন্দি এবং ইংরেজি ভাষায় দক্ষ ছিলেন।[] কর্মজীবনে তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে কবিতার প্রভাষিকা এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আর্টিস্ট ইন রেসিডেন্স ছিলেন। এছাড়াও মস্কো, টোকিও, নিউ ইয়র্ক, ভেনিজুয়েলা, কলাম্বিয়া সহ ভারত এবং ভারতের বাইরে বহু জায়গায় তাঁর চিত্রের প্রদর্শনী হয়েছে।[][] আলেক্সেই কোসিগিন, নিকোলাই বুলগানিন, নিকিতা ক্রুশ্চেভ এবং লিওনিদ ব্রেজনেভের মত গণ্যমান্য সোভিয়েত ব্যক্তিদের ভারত সফরকালে, তাঁদের জন্য সরকারী অনুবাদক হিসাবে কাজ করেছিলেন তিনি।

তিনি ইউএসএসআর প্রাক্তন দূত এবং কূটনীতিক বিষ্ণু আহুজার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং স্বামীর সাথে বহু দেশ ঘুরে দেখার সুযোগ তাঁর হয়েছিল। তাঁর স্বামী এখন মৃত্যুবরণ করেছেন।[]

প্রকাশনা

[সম্পাদনা]

তিনি ২০০৯ সালে পেঙ্গুইন বুক্‌স কর্তৃক প্রকাশিত উর্দু ভাষায় লেখা ক্যালিগ্রাফি ইন ইসলাম বইটির লেখিকা।[]

পুরস্কার এবং সম্মাননা

[সম্পাদনা]

শিল্পকলায় অসাধারণ অবদানসমূহের জন্য ২০০৯ সালে ভারত সরকার তাঁকে দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত করেছিল।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Calligraphying Poetry on Canvas"। The South Asian। এপ্রিল ২০০৫। ২০১৭-০২-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৬ 
  2. "Amazing synthesis of art, poetry"The Hindu। ১৭ মে ২০০৭। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৬ 
  3. "Calligraphying Poetry on Canvas"। The South Asian। এপ্রিল ২০০৫। ২০১৭-০২-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৬ 
  4. "Animal verse"। India Today। ৫ মার্চ ২০০১। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৬ 
  5. "Ameena Ahmad Ahuja donates 33 paintings to Jamia Millia Islamia"। One India। ১৬ মে ২০০৭। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৬ 
  6. Ameena Ahmed Ahuja (২০০৯)। Calligraphy in Islam। Penguin India। পৃষ্ঠা 120। আইএসবিএন 9780670082605 
  7. "Padma Awards" (পিডিএফ)। Ministry of Home Affairs, Government of India। ২০১৬। ১৫ নভেম্বর ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৬ 

আরও পড়ুন

[সম্পাদনা]
  • আমিনা আহমেদ আহুজা (২০০৯)। ক্যালিগ্রাফি ইন ইসলাম। পেঙ্গুইন বুক্‌স। পৃষ্ঠা ১২০। আইএসবিএন 9780670082605