আব্দেলআজিজ তুইলবিনি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আব্দেলআজিজ তুইলবিনি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামআব্দেলআজিজ তুইলবিনি
জাতীয়তা আলজেরিয়া
উচ্চতা১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)
ওজন৯১ কিলোগ্রাম (২০১ পা)
ক্রীড়া
ক্রীড়ামুষ্টিযুদ্ধ
ওজন শ্রেণীহেভিওয়েট
পদকের তথ্য
সারা আফ্রিকা গেমস
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০০৭ আলজিয়ার্স হেভিওয়েট

আব্দেলআজিজ তুইলবিনি (জন্ম ১৬ই অক্টোবর, ১৯৭৮) একজন আলজেরীয় মুষ্টিযোদ্ধা। ২০০৮ অলিম্পিকের হেভিওয়েট বিভাগে তিনি প্রতিদ্বন্দ্ব্ব্ব্বিতা করার যোগ্যতা অর্জন করেছিলেন।

২০০৭ সারা আফ্রিকা গেমসে হেভিওয়েটে চ্যাম্পিয়ন মুরাদ সাহরাউই-এর কাছে, তিনি সেমিফাইনালে পরাজিত হয়ে ব্রোঞ্জ পদক লাভ করেন।

অলিম্পিকের যোগ্যতাপর্বে তুইলবিনি ডেভিড অ্যাসিনি ও মহম্মদ আরজাউইকে পরাজিত করেন। তার অলিম্পিকে অভিষেক হয় দিওন্তে উইল্ডারের কাছে ৪:১০ ফলে পরাজয় দিয়ে।

বহিঃসংযোগ[সম্পাদনা]