আব্দুল রহমান তুকরু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আব্দুল রেহমান তুকরু একজন কাশ্মীরি রাজনীতিবিদ। ২০১৪ সাল পর্যন্ত তিনি ভারতের কমিউনিস্ট পার্টির রাজ্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। [১] [২] তিনি দলের জাতীয় কাউন্সিলের সদস্য। [৩] তিনি জম্মু ও কাশ্মীরের আইন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। [১] [৪] তিনি ২০০১ সালে কাশ্মীর প্রদেশ থেকে আইন পরিষদে নির্বাচিত হন। তার প্রার্থীকে সমর্থন করেছিল জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Daily Excelsior. Tukroo calls on CM
  2. The Hindu. Hurriyat not to meet Vohra
  3. The Indian Express. CPI demands probe into passenger list leak
  4. solidnet. On role of Imperialism[অকার্যকর সংযোগ]
  5. Data India, Eds. 1-26। Press Institute of India। ২০০১। পৃষ্ঠা 178।