আবু মাসরুহ আনাস ইবনে কুরদুবী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আনাস বা আনসা (আরবী: آنسة يا انس)।উপনাম: আবু মাসরুহ। তিনি মুহাম্মদ এর আজাদকৃত গোলাম ছিলেন। বদর,উহুদসহ অন্যান্য যুদ্ধে নবী করীম এর সাথে ছিলেন।

নাম ও বংশ[সম্পাদনা]

তার নাম ছিল আনসা বা আনাস। তার উপনাম ছিল- আবু মাসরুহ। তিনি সুরাতে(শামের নিকটবর্তী অঞ্চল) জন্মগ্রহন করেন।তার বাবা ছিলেন ইরানি আর মা ছিলেন হাবশী। বংশধারা- আবু মাসরুহ ইবনে কুরদুবী ইবনে আশারনিদাহ ইবনে আদোহার ইবনে মুহুরদাদ। বংশের চেয়ে তার সম্মান ও মর্যাদার জন্য এতটুুকুই যথেষ্ট যে তিনি মুহাম্মদ এর গোলাম ছিলেন। মুহাম্মদ তাকে আজাদ করে দেন।[১]

ইসলাম ও হিজরত[সম্পাদনা]

তিনি ইসলাম প্রচারের শুরুর দিকে ইসলাম গ্রহণ করেন। হিজরতের সময়ে হিজরত করে মদীনায় চলে আসেন এবং সা’দ ইবনে খাইসামার মেহমান হয়ে ছিলেন। তিনি যতদিন পর্যন্ত জিবীত ছিলেন মুহাম্মদ এর খেদমত করে গেছেন।

যুদ্ধ[সম্পাদনা]

হিজরতের পরে বদর যুদ্ধসহ সকল যুদ্ধে নবী মুহাম্মদ এর সাথে অংশ নিয়েছিল।[২]

মৃত্যু[সম্পাদনা]

আবু বকর এর খেলাফত কালে অথবা ওমরের খেলাফত কালের প্রথম দিকে মৃত্যুবরণ করেন। [৩][৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ابومسروح انس بن کردوی"ویکی حج (ফার্সি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১৭ 
  2. "آنسہ"آزاد دائرۃ المعارف، ویکیپیڈیا (উর্দু ভাষায়)। ২০১৮-১০-১৩। 
  3. اسد الغابہ جلد 1 صفحہ 214حصہ اول مؤلف: ابو الحسن عز الدين ابن الاثير ،ناشر: المیزان ناشران و تاجران کتب لاہور
  4. اصحاب بدر،صفحہ 132،قاضی محمد سلیمان منصور پوری، مکتبہ اسلامیہ اردو بازار لاہور