আবদুসসামেদ বাবেক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আবদুসামেদ-ই বাবেক, কুর্দি ইসলামিক পণ্ডিত এবং কবি। তার পিতার নাম বাবেক। তিনি ইসলামের পর প্রথম কুর্দি কবি ও লেখকদের একজন এবং কুর্দি মাদ্রাসায় শিক্ষিত প্রথম পণ্ডিতদের একজন। আবদুসামেদ-ই বাবেক বাগদাদ, নিশাপুর, মসুল এবং হামেদানের মতো অনেক জায়গায় শিক্ষা লাভ করেন।

তাঁর 3টি ডিভান রয়েছে এবং তিনি ধর্ম ও প্রকৃতি নিয়ে কবিতা লিখেছেন। তিনি কুর্দিশের কুরমাঞ্চি উপভাষায় তাঁর কবিতা এবং কাজ লিখেছেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "İbn Hallikân"Vikipedi (তুর্কি ভাষায়)। ২০২৩-০১-২৯।