আবদুল বাসিত (কূটনীতিবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(আবদুল বাসিত (কূটনীতিক) থেকে পুনর্নির্দেশিত)
আবদুল বাসিত
জার্মানিতে পাকিস্তানি রাষ্ট্রদূত
কাজের মেয়াদ
২০১২ – ২০১৪
ভারতে পাকিস্তানি হাইকমিশনার
কাজের মেয়াদ
২০১৪ – ২০১৭
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাপাকিস্তানি
পেশাকূটনীতিবিদ

আবদুল বাসিত হলেন একজন সাবেক পাকিস্তানি কূটনীতিবিদ। তিনি ২০১২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত জার্মানিতে পাকিস্তানি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।[১] এরপর, ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ভারতে পাকিস্তানি হাইকমিশনারের দায়িত্ব পালন করেন।[১][২] এছাড়া, তাকে মস্কো, নিউইয়র্ক, জেনেভা, সানা, লন্ডনে বিভিন্ন কূটনীতিবিদ পদে নিযুক্ত করা হয়েছিল।[১]

সমালোচনা[সম্পাদনা]

আবদুল বাসিত এক টুইট বার্তায় জনি সিন্স অভিনীত এক প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রের ছবি পুনঃটুইট করে জনি সিন্সকে কাশ্মীরে নির্যাতিত ইউসুফ বলে পরিচয় দিয়ে জানান যে, ইউসুফ ভারতীয় বাহিনীর পেলেট গানের দরুন দৃষ্টিশক্তি হারিয়েছেন।[৩][৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "High Commissioner"পাকিস্তান হাই কমিশন, নতুন দিল্লি। ২৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৬ 
  2. "Abdul Basit new Pakistan High Commissioner to India"The Hindu। ১৭ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৬ 
  3. "পর্নো তারকাকে আহত কাশ্মীরি বলে ট্রলের শিকার পাকিস্তানি কূটনীতিবিদ"এনটিভি। ৪ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "পর্ন তারকা জনি সিন্স নাকি কাশ্মীরে নির্যাতিত!"আমাদের সময়। ৫ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৯ 
কূটনৈতিক পদবী
পূর্বসূরী
সালমান বশির
ভারতে পাকিস্তানি হাই কমিশনার
২০১৪-২০১৭
উত্তরসূরী
সোহাইল মাহমুদ