আবদুল গণি আবদুল হামিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আবদুল গণি আবদুল হামিদ

আবদুল গণি আবদুল হামিদ (১৩ এপ্রিল, ১৯৩৩ – ১৩ এপ্রিল, ২০১৪, সিঙ্গাপুরে), (সাধারণত এ. গনি হামিদ বা আবদুল গণি হামিদ নামে পরিচিত; তাঁর ছদ্মনাম লাজুয়ার্দি নামেও পরিচিত) একজন পুরস্কার প্রাপ্ত সিঙ্গাপুরের লেখক, কবি এবং শিল্পী। [১] হামিদ ইংরেজি ও মালয় ভাষায় কয়েকশ গল্প লিখেছেন এবং ৬০টিরও বেশি শিল্প প্রদর্শনীতে অংশ নিয়েছেন। তিনি ১৯৯৭ সালে অনুগেরাহ টুন সেরি লানং পুরস্কার,[২] ১৯৯৯ সালে সাহিত্যের জন্য সাংস্কৃতিক পদক এবং ১৯৯৯ সালে দক্ষিণ-পূর্ব এশিয়া লেখা পুরস্কার পেয়েছিলেন। [৩]

জীবন এবং কর্মজীবন[সম্পাদনা]

হামিদের জন্ম ১৩ এপ্রিল ১৯৩৩ সালে সিঙ্গাপুরের পূর্ব কোস্ট রোড কামপং সিগলেপে (বর্তমানে কামপুং বাহু)-তে জন্মগ্রহণ করেছিলেন। মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নকালে, তিনি স্থানীয় মালয় সংবাদপত্রম্যাগাজিনগুলিতে নিজের লেখা কবিতা এবং নিবন্ধ পাঠিয়েছিলেন এবং একটি যুব উৎসব চলাকালীন তাঁর শিল্প প্রদর্শনীর উদ্বোধনী করেছিলেন। পড়াশোনা শেষে, তিনি কেপেল হারবারের বৈদ্যুতিক বিভাগে শিক্ষানবিশ হিসাবে কাজ করেছিলেন, এরপরে তিনি পাবলিক ইউটিলিটি বোর্ডে ক্লার্ক হিসাবে চাকরি পেয়েছিলেন, পরে যা সিঙ্গাপুর পৌরসভা নামে পরিচিত হয়। ১৯৮৮ সালে তিনি সে চাকুরি ছেড়ে দেন। [২]

শিক্ষা[সম্পাদনা]

হামিদ র‌্যাফেলস ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক পড়াশোনা শেষ করেছিলেন। [২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Goodbye to Malay writer, poet and artist Abdul Ghani Abdul Hamid"The Straits Times। ১৪ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৫ 
  2. "Singapore Literary Pioneers: Abdul Ghani Hamid"National Library Board। ফেব্রুয়ারি ১১, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২২, ২০১২ 
  3. Sunawan, Riz (ডিসেম্বর ৫, ২০১১)। "Works of Cultural Medallion winner displayed at National Library"Channel News Asia। ডিসেম্বর ৭, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২২, ২০১২ 

    - Sapawi, Tuminah (সেপ্টেম্বর ২৫, ১৯৯৯)। "Writer, artist given Cultural Medallion"The Straits Times। সংগ্রহের তারিখ অক্টোবর ২২, ২০১২ 

    - Oon, C. (সেপ্টেম্বর ২৫, ১৯৯৯)। "I take a bus to think and write"The Straits Times। সংগ্রহের তারিখ অক্টোবর ২২, ২০১২