বিষয়বস্তুতে চলুন

আবখাজিয়া ফুটবল ফেডারেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আবখাজিয়া ফুটবল ফেডারেশন
কনিফা
প্রতিষ্ঠিত১৯৯৯; ২৫ বছর আগে (1999)
সদর দপ্তরআবখাজিয়া
ফিফা অধিভুক্তিনেই
কনিফা অধিভুক্তি২০১৪
সভাপতিআবখাজিয়া জুমা কভারাতস্খেলিয়া
সহ-সভাপতিআবখাজিয়া গেন্নাদি সভিনারিয়া[১]

আবখাজিয়া ফুটবল ফেডারেশন (ইংরেজি: Football Federation of Abkhazia; এছাড়াও সংক্ষেপে এফএফএ নামে পরিচিত) হচ্ছে আবখাজিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি, এর পাশাপাশি প্রতিষ্ঠার ১৫ বছর পর ২০১৪ সালে সংস্থাটি ফিফার সাথে সম্পৃক্ত নয় এমন সংস্থাগুলো নিয়ে গঠিত সংস্থা কনিফার সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর আবখাজিয়ায় অবস্থিত।

এই সংস্থাটি আবখাজিয়ার পুরুষ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবল লীগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে আবখাজিয়া ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন জুমা কভারাতস্খেলিয়া[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Выпуск № 39"Apsnypress। ২৫ ফেব্রুয়ারি ২০০৪। ৯ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৬ 
  2. "ДЖУМА КВАРАЦХЕЛИЯ ИЗБРАН ПРЕЗИДЕНТОМ ФЕДЕРАЦИИ ФУТБОЛА АБХАЗИИ"Abkhazia Inform। ২৫ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:আবখাজিয়ায় ফুটবল টেমপ্লেট:আবখাজিয়া ফুটবল ফেডারেশন টেমপ্লেট:কনিফার সদস্য