আফারিত আল-আসফাল্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আফারিত আল-আসফাল্ট
عفاريت الأسفلت
পরিচালকওসামা ফাওজি
প্রযোজকহ্যানি জর্জেস ফওজি
রচয়িতামোস্তাফা জিকরী
সুরকাররাজেহ দাউদ
চিত্রগ্রাহকতারেক আল-তেলমিসানী
সম্পাদকআহমাদ মেতওয়ালি
পরিবেশকআফলাম জর্জেস ফওজি
মুক্তি১১ আগস্ট ১৯৯৬ (সুইজারল্যান্ড)
স্থিতিকাল১২০ মিনিট
দেশ মিশর
ভাষাআরবি ভাষা

আফারিত আল-আসফাল্ট (আরবি: عفاريت الأسفلت) ১৯৯৬ সালে নির্মিত একটি মিশরীয় অ্যাকশন-থ্রিলার চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন ওসামা ফাওজি এবং প্রযোজনা করেছেন হ্যানি জর্জেস ফওজি।[১][২] চলচ্চিত্রটি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মাহমুদ হামিদা এবং সালওয়া খাত্তাব। আর পার্শ্ব চরিত্রগুলোতে কাজ করেছেন হাসান হুসনি, লুতফী লাবিব, জামিল রতিব এবং মোহাম্মদ তাওফিক।[৩][৪]

পটভূমি[সম্পাদনা]

অবিবাহিত বাস চালক সাইদ বর্ধিত পরিবারে বাস করে। তার ঘনিষ্ঠ বন্ধু রিঙ্গো এবং সাইদের বোন ইনশেরাহের মধ্যে গোপনে সম্পর্ক গড়ে ওঠে। অথচ সাইদ তার বোনকে আরেকজন বাস চালকের সাথে বিয়ে দিতে চাননা। তিনি তার বোনের জন্য অপেক্ষাকৃত উঁচু সামাজিক মর্যাদাসম্পন্ন পাত্র খুঁজছেন।[৩][৫][৬]

কুশীলব[সম্পাদনা]

  • মাহমুদ হামিদা (সাইদ চরিত্রে)
  • সালওয়া খাত্তাব
  • আবদাল্লাহ মাহমুদ
  • জামিল রতিব
  • হাসান হুসনি
  • আইদা আবদেল আজিজ (তাফেদা চরিত্রে)
  • লুতফি লাবিব (সালেহ চরিত্রে)
  • মোহাম্মদ তাওফিক (আলি চরিত্রে)
  • মানাল আফিফি (বাতা' চরিত্রে)
  • আমল ইবরাহিম (জাহিয়া চরিত্রে)
  • মোহাম্মদ শারাফ (সাবান চরিত্রে)
  • মাজেদ আল-কিদওয়ানি (হালাজুনা চরিত্রে)
  • সাবান আবদেল রহিম (গায়কের চরিত্রে)
  • কামাল সোলেইমান
  • আলা আওয়াদ

মুক্তি[সম্পাদনা]

পেশাদারী মূল্যায়ন
পর্যালোচনা স্কোর
উৎসমূল্যায়ন
অলমুভি২/৫ তারকা[৬]
আইএমডিবি৬.৯/১০ তারকা[৭]

১৯৯৬ সালের ১১ আগস্ট সুইজারল্যান্ডের লোকার্নো চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটি প্রিমিয়ার করা হয়।[৮]

পুরস্কার ও মনোনয়ন[সম্পাদনা]

পুরস্কার বিভাগ ব্যক্তি বিজয়ী/ মনোনীত সাল তথ্যসূত্র
কায়রো জাতীয় চলচ্চিত্র উৎসব শ্রেষ্ঠ পরিচালক ওসামা ফাওজি বিজয়ী ১৯৯৬ [৯]
শ্রেষ্ঠ অভিনেতা মাহমুদ হামিদা বিজয়ী
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা আবদাল্লাহ মাহমুদ বিজয়ী
সেরা চিত্রনাট্যকার তারেক আল-তেলমিসানী বিজয়ী
লোকার্নো চলচ্চিত্র উৎসব সুইসায়ের/ ক্রসায়ার বিশেষ পুরস্কার ওসামা ফাওজি বিজয়ী ১৯৯৬
গোল্ডেন লেওপার্ড ওসামা ফাওজি মনোনীত
নান্টেস থ্রি কন্টিনেন্টস ফেস্টিভ্যাল গোল্ডেন মন্টগলফিয়ার ওসামা ফাওজি মনোনীত ১৯৯৬

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "AFARIT AL-ASPHALT (1996)" (ইংরেজি ভাষায়)। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট। ১৭ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২০ 
  2. "Afarit El-Asphalt" (ইংরেজি ভাষায়)। টার্নার ক্লাসিক মুভিজ। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২০ 
  3. "আফারিত আল-আসফাল্ট (১৯৯৬) আসফাল্ট ডেভিলস" (ইংরেজি ভাষায়)। এলসিনেমা। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২০ 
  4. "Afarit el-asphalt: Akční / Drama" (ইংরেজি ভাষায়)। সিএসএফডি। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২০ 
  5. "প্লট-সামারি: আফারিত আল-আসফাল্ট"আইএমডিবি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২০ 
  6. "আফারিত আল-আসফাল্ট"অলমুভি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২০ 
  7. "আফারিত আল-আসফাল্ট (১৯৯৬)"আইএমডিবি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২০ 
  8. "আফারিত আল-আসফাল্ট ১৯৯৬"। ফিল্মওয়েব। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২০ 
  9. "অ্যাওয়ার্ডস: আফারিত আল-আসফাল্ট (১৯৯৬)"আইএমডিবি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]