আন্তর্জাতিক বিড়াল দিবস
অবয়ব
আন্তর্জাতিক বিড়াল দিবস | |
---|---|
![]() | |
পালনকারী | আন্তর্জাতিক এবং ইন্টারনেট |
তারিখ | ৮ আগস্ট |
পরবর্তী আয়োজন | ৮ আগস্ট ২০২৫ |
সংঘটন | বার্ষিক |
আন্তর্জাতিক বিড়াল দিবস প্রতিবছরের ৮ আগস্ট অনুষ্ঠিত একটি উদ্যাপন। ২০০২ সালে পশুর কল্যাণের জন্য আন্তর্জাতিক তহবিল এই দিনটি চালু করে।[১][২]
আন্তর্জাতিক বিড়াল দিবসটি কিছু দেশে বিশ্ব বিড়াল দিবস হিসাবেও পরিচিত এবং এটি শুরু হওয়ার পর থেকে এটির উদ্যাপন বিশ্বব্যাপী বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বেশীরভাগ দেশ এই দিনটি পালন করে ৮ আগস্ট, তবে রাশিয়া ১ মার্চকে জাতীয় বিড়াল দিবস হিসেবে উদ্যাপন করে[৩] এবং মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বিড়াল দিবস এবং তাদের নিজস্ব জাতীয় বিড়াল দিবস উভয় ২৯ অক্টোবর উদ্যাপন করে।
আন্তর্জাতিক বিড়াল দিবস মানুষের পোষা বন্ধু বিড়াল এবং এদের সাহায্য ও সুরক্ষার উপায়গুলি সম্পর্কে জানতে ভূমিকা পালন করে। বিড়াল দিবস হল ২২ ফেব্রুয়ারিতে উদযাপিত আরেকটি অপ্রাতিষ্ঠানিক বিড়াল দিবস যা জাপানে চালু হয়েছিল।
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "INTERNATIONAL CAT DAY: How we help cats in Playa del Carmen - IFAW - International Fund for Animal Welfare"। www.ifaw.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৭।
- ↑ Green, Treye (৯ আগস্ট ২০১৪)। "International Cat Day 2014: Cat Lovers Worldwide Celebrate Feline Obsession"। International Business Times (ইংরেজি ভাষায়)। আইবিটি মিডিয়া ইনক.। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৪।
- ↑ ব্লাসি, জুলিয়া (৩০ এপ্রিল ২০১২)। "World Cat Day?"। ভোগ ইতালিয়া (ইংরেজি ভাষায়)। ১৭ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৫।