বিষয়বস্তুতে চলুন

আন্তর্জাতিক ন্যায়বিচারের জন্য বিশ্ব দিবস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আন্তর্জাতিক ন্যায়বিচারের জন্য বিশ্ব দিবস, আন্তর্জাতিক অপরাধ বিচার দিবস বা আন্তর্জাতিক বিচার দিবস হিসাবেও পালন করা হয়। আন্তর্জাতিক অপরাধ বিচারের উদীয়মান ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টার অংশ হিসাবে ১৭ জুলাই সারা বিশ্বে এ আন্তর্জাতিক দিবস পালিত হয়। ১৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ আদালত গঠনের চুক্তি গ্রহণের তারিখকে স্মরণ করে রাখার জন্য এদিনকে গ্রহণ করা হয়। ১ জুন ২০১০-এ, কাম্পালায় (উগান্ডা) অনুষ্ঠিত রোম সংবিধির পর্যালোচনা সম্মেলনে, রাষ্ট্রপক্ষের সমাবেশ ১৭ জুলাইকে আন্তর্জাতিক অপরাধ বিচার দিবস হিসাবে উদযাপন করার সিদ্ধান্ত নেয়। []

প্রতি বছর, সারা বিশ্বের লোকেরা এই দিনটিকে আন্তর্জাতিক অপরাধমূলক বিচার, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ আদালতের সমর্থনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে থাকে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. http://www.icc-cpi.int/iccdocs/asp_docs/Resolutions/RC-Decl.1-ENG.pdf ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ আগস্ট ২০১২ তারিখে Kampala Declaration, ICC-ASP/RC/Decl.1 (1 June 2010), p. 24.