আধেক ঘুমে (অ্যালবাম)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(আধেক ঘুমে থেকে পুনর্নির্দেশিত)
আধেক ঘুমে
কর্তৃক স্টুডিও অ্যালবাম
মুক্তির তারিখ৪ আগস্ট ২০০৮ (2008-08-04) [১]
ঘরানাপরীক্ষামূলক সঙ্গীত
সঙ্গীত প্রকাশনীআধখানা মিউজিক কোম্পানি
প্রযোজকশায়ান চৌধুরী অর্ণব
শায়ান চৌধুরী অর্ণব কালক্রম
রোদ বলেছে হবে
(২০১০)
আধেক ঘুমে
(২০০৮)
খুব ডুব
(২০১৫)

আধেক ঘুমে শায়ান চৌধুরী অর্ণবের ৫ম অ্যালবাম। এটি একটি রবীন্দ্রসঙ্গীত অ্যালবাম। অ্যালবামটি আধখানা মিউজিক কোম্পানির অধীনে প্রকাশিত হয়। উল্লেখ্য আধখানা মিউজিক কোম্পানিটি শায়ান চৌধুরী অর্ণবের একটি প্রতিষ্ঠান[২]

অ্যালবামটিতে মোট গানের সংখ্যা ১২টি।

গানের তালিকা[সম্পাদনা]

নং.শিরোনামদৈর্ঘ্য
১."ফাগুন হাওয়ায় হাওয়ায়" 
২."আধেক ঘুমে" 
৩."শাওন গঁগণে" 
৪."গানের সুরের" 
৫."আমি কান পেতে রই" 
৬."মেঘ বলেছে" 
৭."কোথা হতে বাজে" 
৮."ধ্বনিল রে" 
৯."প্রচন্ড গর্জনে" 
১০."পুরোনো সেই" 
১১."রাখো রাখোরে" 
১২."আমার দিন ফুরলো" 

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Adheko Ghume: Arnob's tribute to Tagore"New Age (Bangladesh)। ২০১৩-১২-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৪-১৭ 
  2. "Singer Shayan Chowdhury Arnob Biography and Picture"bdalltime.com। ২৮ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৪, ২০১৫