আদিয়ি ইবনে রাবি
অবয়ব
আদিয়ি ইবনে রাবি (আরবিঃ عدي بن ربي ) মুহাম্মাদের জামাতা আবুল আস ইবনে রাবী-এর ভাই ও একজন সাহাবা ছিলেন।[১][২] এবং তিনি একজন কবি ছিলেন তার কবিতায় মুহাম্মাদের বিভিন্ন চরিত্রের দিক ফুটে উঠেছে। আদিয়ি তার ভাই আবুল আসের নির্দেশে তার ভাবী যায়নবকে মদিনায় মুহাম্মাদের নিকট পৌঁছান, এবং পথিমধ্যে হাব্বার ইবনে আসওয়াদ দ্বারা বাধাপ্রাপ্ত হলে আদিয়ি তাকে হত্যা করেন।[৩] এবং একটি কবিতা রচনা করেন,
কবিতাটি হলোঃ
[সম্পাদনা]আমি হাববার ও তাহার গােত্রের ইতর জনগণের ব্যাপারে আশ্চর্য হয়ে যাই,
কেননা তাহারা আমার নিকট হইতে মুহাম্মাদের কন্যাকে ছিনিয়ে নিতে চায়।
আর আমি যখন তরবারিসহ তাহাদের সহিত মিলিত হই
তখন আমি তাহাদের দুর্বল প্রকৃতির লােকদেরকে ভয় করি না।”[৪]