আদিয়ি ইবনে আমিরা
অবয়ব
বিশ্বকোষীয় পর্যায়ে যেতে এই নিবন্ধে আরো বেশি অন্য নিবন্ধের সাথে সংযোগ করা প্রয়োজন। |
আদিয়ি ইবনে আমীরা ইবনে ফারওয়া ইবনে যুরারা আল-কিন্দী মুহাম্মাদের একজন সাহাবা ছিলেন।[১] তার উপনাম ছিল আবু যুরারা অথবা আবু ওয়াকফা । তিনি আল-জাযিরায় বসবাস করিতেন।[১][২][৩] তিনি মূলত একজন হাদিস বর্ণনাকারী সাহাবা বুখারি ও মুসলিম শরিফে তার বর্ণিত হাদিস রয়েছে।[৩]
ইসলাম গ্রহণ
[সম্পাদনা]ইবনে ইসহাক বর্ণনা করেন, আদিয়ি তার এলাকার একজন জ্ঞানী ইহুদি ইবনে শাহলা তাকে একদিন বলেছিলো,
“ | “আমি আল্লাহর কিতাবে পেয়েছি, জান্নাতুল ফিরদাউসে এমন একটি দল প্রবেশ করবে যারা, যাদের চেহারাসমূহের উপর প্রচুর উপাসনার চিহ্ন পাওয়া যাবে।” | ” |
আদিয়ি এরপরে একদিন জানতে পারে, হাশিম গােত্রের এক মুহাম্মাদ নামের এক ব্যক্তি নিজেকে নবী বলে দাবী করছে, তখন আদিয়ি মুহাম্মাদের নিকট নিয়ে দেখলেন, মুহাম্মাদ ও তার সহচরগণ চেহারার উপর সিজদা করছে, এবং তাদের কপালে উপাসনার চিহ্ন রয়েছে। অতঃপর আদিয়ি ইসলাম গ্রহণ করেন।[৩]
মৃত্যু
[সম্পাদনা]আদিয়ি ইবনে আমিরা তার বাসস্থান আল জাযিরাতে ৪০ হিজরি ৬৬২ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন, তবে কেও কেও বলেন তিনি কুফাতে মৃত্যুবরণ করেন।[৪]