বিষয়বস্তুতে চলুন

আটলাস মথ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আটলাস মথ
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Arthropoda
শ্রেণী: Insecta
বর্গ: Lepidoptera
পরিবার: Sutternidae
গণ: Attacus
প্রজাতি: A.atlas
দ্বিপদী নাম
Attacus atlas

(Linnaeus, 1758)

আটলাস মথ (ইংরেজি: Atlas Moth)( বৈজ্ঞানিক নাম Attacus Atlas ) এশিয়ার একটি বড় বন্য মথ। ডানা ছাড়া এটির পুরো শরীর মৌমাছির মত গড়ন। মাথার দিকটা অনেকটা সাপের মত বলে এটিকে হংকংয়ে সর্প প্রজাপতি বলে। মূল ইংরেজি নামটি এসেছে গ্রীক পৌরাণিক দৈত্যের নাম থেকে। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস ১৭৫৮ সালে তার সিস্টেম অব ন্যাচার বইয়ের দশম খণ্ডে লিপিবদ্ধ করেন।

বর্ণনা

[সম্পাদনা]

আটলাস মথ হলো বৃহত্তম লেপিডোপ্টেরানদের মধ্যে একটি, যার ডানা চওড়ায় ২৪ সেন্টিমিটার (৯.৪ ইঞ্চি) পর্যন্ত হয়।[] এর একটি ডানার পৃষ্ঠের ক্ষেত্রফল প্রায় ১৬০ বর্গসেন্টিমিটার (≈২৫ বর্গইঞ্চি)।[] হারকিউলিস মথের পরে এটিই বড় মথ প্রজাতি‌। এগুলো ধূসর, রক্তবর্ণ, গোলাপি, কালো এবং বাদামি রঙের হয়ে থাকে। এদের ডানার আকৃতি এবং রঙের বিন্যাস অনেকটা পৃথিবীর মানচিত্রের(আটলাস মানচিত্র-১৬০০-১৭৭০ সময়ের) মত দেখায়।এ মথের পুরুষ অপেক্ষা নারী স্ত্রী মৌমাছি আকারে বড় হয়।

জীবনচক্র

[সম্পাদনা]

জন্মের পর থেকে এটি একটি পুরুষের জন্য অপেক্ষা করে এবং মিলনের পর ডিম থেকে বাচ্চা ফুটিয়ে মারা যায়।এ প্রজাতির মথের আয়ুষ্কাল মাত্র ২-৩ সপ্তাহ। এটি বন্য এবং দীর্ঘ শরীরের কারণে সারাক্ষণ আহারে ব্যাস্ত থাকে।‌ কিছুক্ষণ হাতে নিলে ক্লান্তবোধ করে বলে এটি নিয়ে খুব বেশি গবেষণা করা যায়নি।

আবাসভূমি

[সম্পাদনা]

এটি ট্রপিক্যাল বনাঞ্চলের মথের প্রজাতি‌। এদের আবাসস্থল হলো প্রাথমিকভাবে শুষ্ক গ্রীষ্মমণ্ডলীয় বন, গৌণ বন, এবং বোর্নিও সহ দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে ঝোপঝাড়গুলোতে এদের দেখা মিলে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]

http://entnemdept.ufl.edu/walker/ufbir/chapters/chapter_32.shtml

Spotlight: the atlas moth". www.nhm.ac.uk. Retrieved 2019-08-21.

Giant Atlas moth found on windowsill in Ramsbottom". BBC News. Retrieved 13 May 2020.

Gosse, Philip Henry (1879). "The great Atlas moth of Asia (Attacus atlas, Linn.)". West, Newman & Company – via Gale Primary Sources.

S. B. Jugale; et al. (2010). "Major Insect Pests of Xylocarpus granatum Koen., a Critically Endangered Mangrove Species of Maharashtra" (PDF). The Bioscan. Special Issue, Vol. 1: 257–268. ISSN 0973-7049.

Moore, Frederic (1880). The Lepidoptera of Ceylon. Vol. II. London: L. Reeve & co. pp. 124–125.

Savela, Markku. "Attacus atlas (Linnaeus, 1758)". Lepidoptera and Some Other Life Forms. Retrieved November 10, 2018.