বিষয়বস্তুতে চলুন

আঞ্জুমান ঈদগাহ ময়দান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Anjuman 002.jpg
Anjuman 002.jpg

ময়মনসিংহ মহানগরীতে অবস্থিত ঐতিহ্যবাহী আঞ্জুমান ঈদগাহ ময়দান। এটি ময়মনসিংহ নগরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান হিসেবে পরিচিত। প্রতিবছর এ ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরঈদুল আযহা নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়। বর্তমানে এখানে প্রতি ঈদে দুইটি করে পৃথক ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়। কালের স্রোতে ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ ময়দানটি পরিণত হয়ে উঠেছে একটি ঐতিহাসিক স্থানে। ময়মনসিংহ শহরের কাঁচিঝুলি এলাকায় (৩ নং ওয়ার্ড) এর অবস্থান। ঈদগাহ ময়দানের উত্তর-পূর্ব দিকে ময়মনসিংহ সাকির্ট হাউজ ও পূর্ব দিকে টাউন হল অবস্থিত।

মাঠের বর্ণনা

[সম্পাদনা]
Anjuman 002.jpg
Anjuman 002.jpg

তথ্যসূত্র

[সম্পাদনা]