আঞ্চলিক কোডের তালিকা, অ্যারিজোনা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ত্রুটি:লাইন নম্বর 3 এ স্থানাংক সঠিক নয়, তা অবশ্যই সংখ্যা হবে

এটি অ্যারিজোনার টেলিফোন অঞ্চলের কোডের তালিকা।
ডানদিকের মানচিত্রটিতে ক্লিক করতে পারেন, আপনি যেকোন অঞ্চলে ক্লিক করার মাধ্যমে ঐ কোডের অঞ্চলনির্ভর কোডের অংশে চলে যেতে পারবেন।
৬০২ - ফিনিক্স এর মূল শহর, আহওয়াটুকে ও শহরের কিছু পশ্চিমাংস বাদে।

৫২০ - টুসন, নোগালেস, অ্যারিজোনাদনোগালেস, কাসা গ্র্যান্ডেটম্বস্টন, অ্যারিজোনাকম্বস্টন সহ দক্ষিণ অ্যারিজোনা]।

৪৮০ - ম্যারিকোপা প্রদেশপিনাল প্রদেশের কিছু অংশ, ফিনিক্সের পূর্বাংশের শেষ সীমানা এবং আহওয়াটুকের ফিনিক্সের প্রতিবেশী অঞ্চল। এরমধ্যে মেসা, স্কটসদালে, টেম্পে, চান্ডলার, গিলবার্ট, কুইন ক্রিক, সান টান ভ্যালি, অ্যাপাখে জংশনফাউন্টেন হিলস রয়েছে।

৬২৩ - ম্যারিকোপা প্রদেশ, ফিনিক্সের পশ্চিমের শেষ সীমানা ও শহরের কিছু পশ্চিমাংস। এরমধ্যে, গ্লেন্ডালে, গুডইয়ার, য়াভোনদালে, টল্লেসন, বাকআই, সান সিটিপিওরিয়া রয়েছে।

৯২৮ - উত্তর ও দক্ষিণ অ্যারিজোনা। এরমধ্যে ইউমা, ফ্ল্যাগস্টাফ, গ্রান্ড ক্যানিয়ন, পায়সন, প্রেসকট, লেক হাভাসু সিটি, বুলহেড সিটিকিংম্যান রয়েছে।

ইতিহাস[সম্পাদনা]

-মূলত, অ্যারিজোনার মাত্র একটি আঞ্চলিক কোড রয়েছেঃ ৬০২।

-১৯৯৫ সালে, অ্যারিজোনা দুটো আঞ্চলিক কোডে বিভক্ত হয়ে যায়। ম্যারিকোপা প্রদেশ আগের ৬০২ কোডেই থাকে, এবং বাকি অঞ্চল ৫২০ কোড লাভ করে।

-১৯৯৯ সালে, ম্যারিকোপা প্রদেশ আবারও ৬০২, ৪৮০ ও ৬২৩ কোডে বিভক্ত হয় (বর্ণনার জন্য উপর্যুক্ত অংশ দেখুন)।

-২০০১ সালে ম্যারিকোপা প্রদেশের বহিঃপ্রদেশ উত্তর ও দক্ষিণে অর্ধখন্ডিত হয়। দক্ষিণ পাশ ৫২০ কোডটিই ধারণ করে, এবং উত্তরাংশ ৯২৮ কোডলাভ করে।

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:Area code footer টেমপ্লেট:আঞ্চলিক কোড তালিকা