বিষয়বস্তুতে চলুন

আকনোরি নোমা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আকিনোরি নোমা (野間 昭典, নোমা আকিনোরি) একজন জাপানি বিজ্ঞানী। তিনি জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের শারীরতত্ত্ব এবং প্রাণ-পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক। তিনি বর্তমানে ফরচুন ১০০০ ব্যক্তিদের একজন সদস্য।[] অধ্যাপক আকিনোরি নোমা KATP আয়ন চ্যানেল আবিষ্কারসহ শারীরবিদ্যায় অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।[]

জীবনী

[সম্পাদনা]

আকনোরি নোমার স্কুল জীবন কাটে শুডো হাই স্কুলে। শুডো হাই স্কুলে[] পড়ার পর ১৯৬৯ সালে তিনি হিরোশিমা ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন থেকে স্নাতক হন। ১৯৭৭ সালে হিরোশিমা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কুল অফ মেডিসিনে ডক্টরেট কোর্স সম্পন্ন করেন (ডক্টর অফ মেডিসিন)। তিনি ১৯৭৭ সালে সার ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের একজন পরিদর্শক গবেষক হন। ১৯৭৯ সালে ওকাজাকি ন্যাশনাল ইনস্টিটিউট ফর ফিজিওলজিক্যাল সায়েন্সেসের একজন সহকারী অধ্যাপকের পদ পান। ১৯৮৫ সালে কিউশু ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের অধ্যাপক হন। তিনি ১৯৯৩ সালে কিয়োটো ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের অধ্যাপক ছিলেন। ২০০৮ সালে তিনি রিটসুমেইকান বিশ্ববিদ্যালয়ের কলেজ অফ লাইফ সায়েন্সেসের অধ্যাপক হন।[]

আকনোরি নোমা গবেষণার ক্ষেত্র হ'ল কার্ডিয়াক ফিজিওলজি। বিশেষ করে মায়োকার্ডিয়াল মেমব্রেন উত্তেজনা, স্নায়ু নিয়ন্ত্রণ, শক্তি বিপাক, ইত্যাদি।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Akinori Noma"। সংগ্রহের তারিখ মে ১০, ২০১৩ 
  2. Noma, A. (১৯৮৩)। "ATP-regulated K+ channels in cardiac muscle"। Nature305 (5930): 147–148। ডিওআই:10.1038/305147a0পিএমআইডি 6310409 
  3. 修道学園同窓会会報No73 p.1591
  4. 立命館大学
  5. 立命館大学研究者学術情報