আওস ইবনে সাদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আওস ইবনে সা'দ ইবনে আবু যায়দ আল আনসারী (আরবি: أوس بن سعد; ৫৭৪ – ৬৩৮ খ্রি) মুহাম্মাদের একজন আনসার সাহাবা ছিলেন।[১] যিনি খলিফা উমরের সময় সিরিয়ার প্রাদেশিক শাসনকর্তা ছিলেন।[২][৩]

পরিচয় ও জীবনী[সম্পাদনা]

আওস ইবনে সাদ ইবনে আবু যায়দ আনসারী সাহাবা ও উমায়া ইবনে যায়দ গােত্রের লােক ছিলেন।[১] খলিফা উমার ইবনুল খাত্তাব তার খিলাফতকালে আওসকে সিরিয়ার প্রাদেশিক শাসনকর্তা নিয়ােগ দিয়েছিলেন। উমারের খিলাফতকালেই ৬৩৮ খ্রিষ্টাব্দে (১৬ হিজরিতে) ৬৪ বৎসর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।[২][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ইসলামী বিশ্বকোষ (১ম খণ্ড)। পৃষ্ঠা ১০৮। 
  2. ইবনুল আছির, উসুদুল গাবা, ১খণ্ড- ১৪৫ 
  3. ইবনে হাজার আল আসকালানী,আল-ইসাবা, ১খণ্ড- ৮৫