আওস ইবনে মুয়াজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আওস ইবনে মুয়াজ আল আনসারী (মৃত্যু: ৬২৫ খ্রি) মুহাম্মাদের একজন আনসার সাহাবা ছিলেন।[১][২] তিনি মদিনা শহরে জন্মগ্রহণ করেন। তবে ইমাম যাহাবী এই সাহাবাকে আনাস ইবনে মুয়াজ বলে উল্লেখ করেছেন। মুহাম্মাদ ইবনে ইসহাকের মতে, তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।[৩] এবং বীরে মাউনার যুদ্ধে অংশগ্রহণ করে মৃত্যুবরণ করেছেন।[৪]

মৃত্যু[সম্পাদনা]

আওস ইবনে মুয়াজ ৬২৫ সালে বীরে মাউনার ঘটনায় মৃত্যুবরণ করেছেন।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ইবনুল আসির, [উসদুল গাবা,তেহরান তা.বি -১ম খণ্ড -৩৮] 
  2. ইসলামী বিশ্বকোষ (১ম খণ্ড)। পৃষ্ঠা ১০৮ নাম্বার পৃষ্ঠা। 
  3. আয যাহাবী, তাজরিদু আসমাইস সাহাবা (১ম খণ্ড)। পৃষ্ঠা ৩৮। 
  4. উসদুল গাবা (১ম খণ্ড)। পৃষ্ঠা ১৫০ নাম্বার পৃষ্ঠা। 
  5. "ইবনে আবদিল বারর, [আল ইসতিয়াব ১ম খন্ড]"।