আউলচাঁদ
অবয়ব
আউলচাঁদ | |
---|---|
জন্ম | আনু. ১৬৯৪ |
মৃত্যু | আনু. ১৭৭০ |
পেশা | ধর্মীয় সাধক |
পরিচিতির কারণ | কর্তাভজা সম্প্রদায়ের আদিগুরু |
আউলচাঁদ (আনু. ১৬৯৪ - আনু. ১৭৭০) হলেন একজন বাঙালি ধর্ম প্রচারক ও কর্তাভজা সম্প্রদায়ের আদিগুরু। কর্তাভজা সম্প্রদায়ের বিশ্বাস মতানুসারে, গোরাচাঁদ-ই আউলচাঁদ রূপে পুনরায় আবির্ভূত হয়েছেন তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে।
জন্ম ও পারিবারিক পরিচিতি
[সম্পাদনা]আউলচাঁদ আনু. ১৬৯৪ সালে (মতান্ত্বরে, আনু. ১৭৫৪-৫৫ সালে) জন্মগ্রহণ করেন। তার পারিবারিক পরিচয় অজ্ঞাত।[১] তিনি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার উলা বীরনগরে মহাদেব বারুই নামে এক বৈষ্ণব পানচাষির নিকট প্রতিপালিত হন এবং সেখানে তার নাম রাখা হয় পূর্ণচন্দ্র।
শিক্ষাজীবন
[সম্পাদনা]তিনি পালক পিতার নিকট প্রাথমিক শিক্ষা লাভের পর হরিহর ঠাকুরের নিকট সংস্কৃত ভাষা ও ধর্মশাস্ত্র অধ্যয়ন করেন।[১]
কর্মজীবন
[সম্পাদনা]এক মতে আউলচাঁদ এক মুসলমান ফকিরের শিষ্য ছিলেন; অপর মতে, তিনি ফুলিয়ার বলরাম দাসের নিকট বৈষ্ণবধর্মে দীক্ষা গ্রহণ করেন এবং তখন তার নাম হয় আউলচাঁদ।[১]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ ওয়াকিল আহমদ (জানুয়ারি ২০০৩)। "আউলচাঁদ"। সিরাজুল ইসলাম। বাংলাপিডিয়া। ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ। আইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- আউলচাঁদ - বাংলাপিডিয়া সাইটে।