আইএসও মৌলিক লাতিন বর্ণমালা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আইএসও মৌলিক লাতিন বর্ণমালা হচ্ছে লাতিন বর্ণমালার এক আন্তর্জাতিক মান, যা ২৬টি বর্ণের দুটি সেট (ছোট ও বড় হাতের অক্ষর) নিয়ে গঠিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক মানে এই বর্ণমালা সংকলিত,[১] এবং আন্তর্জাতিক যোগাযোগে এটি বহুল প্রচলিত। ২৬টি বর্ণের এই বর্ণমালা বর্তমান ইংরেজি বর্ণমালার অনুরূপ।

আইএসও মৌলিক লাতিন বর্ণমালা
বড় হাতের অক্ষর A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
ছোট হাতের অক্ষর a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

ইতিহাস[সম্পাদনা]

১৯৬০-এর দশকে প্রথম বিশ্বের কম্পিউটারটেলিযোগাযোগ শিল্পের কাছে ব্যক্তিমালিকানাধীন নয় এমন ক্যারেক্টার এনকোডিং পদ্ধতির প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে উঠেছিল। আন্তর্জাতিক মান সংস্থা (আইএসও) লাতিন লিপিকে তাদের ৭-বিটের ক্যারেক্টার এনকোডিং মানের অন্তর্গত করেছিল। এর আগে প্রকাশিত আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জের (অ্যাস্কি) উপর ভিত্তি করে এই মান তৈরি করা হয়েছিল।[১]

পরিভাষা[সম্পাদনা]

যে ইউনিকোড ব্লকে এই বর্ণমালা অন্তর্গত সেই ব্লকটির নাম "C0 কন্ট্রোল ও মৌলিক লাতিন"। তার অধীনে দুটি উপশিরোনাম রয়েছে:[২]

  • Uppercase Latin alphabet (বড় হাতের লাতিন বর্ণমালা): এই বর্ণগুলো U+0041 দিয়ে শুরু হয় এবং তাদের বিবরণে LATIN CAPITAL LETTER লেখা রয়েছে
  • Lowercase Latin alphabet (ছোট হাতের লাতিন বর্ণমালা): এই বর্ণগুলো U+0061 দিয়ে শুরু হয় এবং তাদের বিবরণে LATIN SMALL LETTER লেখা রয়েছে

এছাড়া আরও দুই সেটের হাফউইথ ও ফুলউইথ ফর্ম ব্লক রয়েছে:[৩]

  • Uppercase (বড় হাত): এই বর্ণগুলো U+FF21 দিয়ে শুরু হয় এবং তাদের বিবরণে FULLWIDTH LATIN CAPITAL LETTER লেখা রয়েছে
  • Lowercase (ছোট হাত): এই বর্ণগুলো U+FF41 দিয়ে শুরু হয় এবং তাদের বিবরণে FULLWIDTH LATIN SMALL LETTER লেখা রয়েছে

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Internationalisation standardization of 7-bit codes, ISO 646"। Trans-European Research and Education Networking Association (TERENA)। সংগ্রহের তারিখ ২০১০-১০-০৩ 
  2. "C0 Controls and Basic Latin" (পিডিএফ)Unicode.org। সংগ্রহের তারিখ ২০১৬-০৮-০৮ 
  3. "Halfwidth and Fullwidth Forms" (পিডিএফ)Unicode.org। সংগ্রহের তারিখ ২০১৬-০৮-০৮