অ্যামাচার ফুটবল অ্যালাইন্স
প্রতিষ্ঠিত | মে ১৯০৬ (অ্যামাচার ফুটবল ডিফেন্স কাউন্সিল হিসেবে) ৭ জুলাই ১৯০৭ (অ্যামাচার ফুটবল অ্যাসোসিয়েশন হিসেবে)[১] |
---|---|
সদর দপ্তর | লন্ডন, ইংল্যান্ড |
ফিফা অধিভুক্তি | নেই |
ওয়েবসাইট | www |
অ্যামাচার ফুটবল অ্যালাইন্স (ইংরেজি: Amateur Football Alliance; এছাড়াও সংক্ষেপে অ্যামাচার এফএ নামে পরিচিত) হচ্ছে ইংল্যান্ডের কাউন্টি ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯০৬ সালের মে মাসে অ্যামাচার ফুটবল ডিফেন্স কাউন্সিল (উক্ত সময়ে সংস্থাটি অ্যামাচার ফুটবল ডিফেন্স ফেডারেশন নামেও পরিচিত ছিল) নামে প্রতিষ্ঠিত হয়েছে। অতঃপর ১৯০৭ সালের ৭ই জুলাই তারিখে সংস্থাটি অ্যামাচার ফুটবল অ্যাসোসিয়েশন নামে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।[২][৩] এটি একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার খেলা নিয়ন্ত্রণ করে না। এর সংস্থার উদ্দেশ্য ছিল, ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে অপেশাদারিত্বের পতন, মূল অপেশাদার চেতনাকে রক্ষা করা এবং সংরক্ষণ করা। অনেক লীগের ক্লাবগুলো এখনো নিয়ম বজায় রেখে ক্লাবহাউস বা পাবলিক হাউসে ম্যাচের পর তাদের প্রতিপক্ষকে এবং ম্যাচ কর্মকর্তাদের খাদ্য এবং পানীয় সরবরাহ করে। এই সংস্থার সদর দপ্তর ইংল্যান্ডের রাজধানী লন্ডনে অবস্থিত।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Amateur Football Association"। Nottingham Evening Post (9000)। ৯ জুলাই ১৯০৭। পৃষ্ঠা 7। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৪ – British Newspaper Archive-এর মাধ্যমে।
- ↑ "Amateur Football"। The Times। ২৭ সেপ্টেম্বর ১৯০৬। পৃষ্ঠা 10 – Newspapers.com-এর মাধ্যমে।
- ↑ "The Amateur Split"। The Standard। London। ৬ নভেম্বর ১৯০৬। পৃষ্ঠা 12।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)