অ্যামবার হিল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যাম্বার হিল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামঅ্যাম্বার জো হিল
জাতীয়তা গ্রেট ব্রিটেন
জন্ম (1997-08-21) ২১ আগস্ট ১৯৯৭ (বয়স ২৬)
উইন্ডসর, বার্কশায়ার, ইংল্যান্ড
উচ্চতা১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি)
ওজন৫৭ কেজি (১২৬ পা)
ক্রীড়া
ক্রীড়াশুটিং
বিভাগস্কিট (এসকে৭৫)
ক্লাবই.জে. চার্চিল শুটিং গ্রাউন্ড[১]
প্রশিক্ষকজো নেভিল[১]
পদকের তথ্য
মহিলাদের শুটিং
 গ্রেট ব্রিটেন-এর প্রতিনিধিত্বকারী
ইউরোপীয় গেমস
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১৫ বাকু স্কিট

অ্যামবার জো হিল (ইংরেজি: Amber Hill; জন্ম: ২১ আগস্ট, ১৯৯৭) বার্কশায়ারের উইন্ডসর এলাকায় জন্মগ্রহণকারী বিশিষ্ট ইংরেজ প্রমিলা ক্রীড়া শুটারস্কিট বিভাগেই মূলতঃ তার দক্ষতা রয়েছে। প্রধান আন্তর্জাতিক প্রতিযোগিতায় সর্বমোট তিনটি স্বর্ণপদক পেয়েছেন অ্যামবার হিল। তন্মধ্যে ২০১৩ ও ২০১৫ সালের আইএসএসএফ বিশ্বকাপ সিরিজ এবং আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত ইউরোপীয় গেমসের উদ্বোধনী আসরে এ সাফল্য পান।[১] ব্রিটিশ জাতীয় দলের সদস্য অ্যামবার হিল ওয়াইকম্বের ইজে চার্চিল শুটিং গ্রাউন্ডে পেশাদার কোচ জো নেভিলের কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছেন।[১][২]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

দশ বছর বয়সে তার দাদা বিল রজার্সের সাথে বিনফিল্ডের গোলাবর্ষণ এলাকায় যান ও শুটিংয়ের দিকে আকৃষ্ট হন। এরপর থেকে বার্কশায়ার কাউন্টির ছোট ধরনের শুটিং প্রতিযোগিতায় অংশ নিতে থাকেন। বিভিন্ন বয়স শ্রেণীতে শিরোপা লাভ করেন ও শটগানে রেকর্ড গড়েন। বারো বছর বয়সে ইংল্যান্ডের জ্যেষ্ঠদের দলের সদস্য মনোনীত হন ও স্কিট শুটিংয়ে দক্ষতা অর্জন করতে থাকেন।[২][৩]

খেলোয়াড়ী জীবন[সম্পাদনা]

২০১৩ সালে সর্বকনিষ্ঠ ক্রীড়াবিদ হিসেবে ১৫ বছর বয়সে আইএসএসএফ বিশ্বকাপ সিরিজের শিরোপা জয় করেন। ইতালীয় ডায়ানা বাকোসিকে পাশ কাটিয়ে স্বর্ণপদক পান ও প্রথম চেষ্টাতেই জুনিয়র বিশ্বরেকর্ড গড়েন।[৪][৫] ঐ মৌসুমে জ্যেষ্ঠদের বিভাগে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে চলে যান ও লিডারবোর্ডে পঞ্চম স্থান দখল করেন। এছাড়াও বিবিসির বর্ষসেরা তরুণ ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে নামাঙ্কিত হন।[৬]

আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত ২০১৫ সালের ইউরোপীয় গেমসে ইতালীয় প্রতিপক্ষ বাকোসিকে দীর্ঘ সময়ের লড়াইয়ে পরাজিত করে শীর্ষস্থানে নিয়ে যান। বড়দের আন্তর্জাতিক প্রতিযোগিতার অভিষেকে এটি ছিল তার দ্বিতীয় স্বর্ণপদক। এরফলে হিল গ্রেট ব্রিটেনের পক্ষে অলিম্পিকের জন্য নির্ধারিত শর্তাবলী পূরণে খেলার যোগ্যতা লাভ করেন। প্রথম স্থানে রয়েছেন এক বছর পূর্বেকার বিশ্ব চ্যাম্পিয়নশিপ বিজয়ী ও দুইবারের অলিম্পিকে অংশগ্রহণকারী এলেনা এলেন[৭] কয়েক মাস পর সাইপ্রাসের নিকোসিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে নিজের ঝুলিতে আরও একটি শিরোপা যুক্ত করেন। এ পর্যায়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্ব্বী ছিলেন থাইল্যান্ডের সুতিয়া জিওচালোমিত[৮]

টিম জিবির শুটিং দলের সদস্যরূপে মহিলাদের স্কিটে রিও অলিম্পিকে জোরালো প্রতিদ্বন্দ্ব্বিতা করবেন বলে আশা করা হচ্ছে।[৯]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ISSF Profile – Amber Hill"ISSF। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৫ 
  2. "Team GB Exclusive: Hill delighted to secure Rio spot"Team GB। ১০ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৫ 
  3. "Spotlight on Youth – From Berkshire to Rio de Janeiro, Amber Hill's journey of hope"ISSF। ২৩ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৫ 
  4. "15-year old Hill of Great Britain wins the Skeet Women final, aiming at Rio 2016"ISSF। ২২ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৫ 
  5. Williams, Ollie (১৬ সেপ্টেম্বর ২০১৩)। "Amber Hill: Sixteen-year-old British shotgun superstar"BBC Sport। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৫ 
  6. "Young Sports Personality: Shooter Amber Hill wins BBC award"BBC Sport। ১৫ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৫ 
  7. "Amber Hill named in Great Britain shooting team for Rio 2016 after winning gold at Baku 2015 European Games"Daily Mail। ১০ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৫ 
  8. "Amber Hill is the 2015 Skeet Women Champion at the ISSF World Cup Final in Nicosia"ISSF। ১৭ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৫ 
  9. "Six shooters selected to compete for Team GB at Rio 2016"Team GB। ১০ নভেম্বর ২০১৫। ২২ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]