অ্যাপোলো গ্রহাণুপুঞ্জ
অ্যাপোলো গ্রহাণুপুঞ্জ (Apollo asteroid) পৃথিবীর নিকটতম গ্রহাণুসমূহের শ্রেণীকে নির্দেশ করে। এর নামকরণ করা হয়েছে এই গ্রহাণুপুঞ্জে আবিষ্কৃত প্রথম গ্রহাণু ১৮৬২ অ্যাপোলো-এর নামানুসারে। এদের উপ-প্রধান অক্ষ পৃথিবীর চেয়ে বেশি এবং এরা Earth-crosser asteroids হিসেবে পরিচিত। এই গ্রহাণুগুলো পৃথিবীর খুব কাছাকাছি এসে পড়ে আমাদের প্রভূত ক্ষতির কারণ হতে পারে। গ্রহাণুগুলোর উপ-প্রধান অক্ষ যত বেশি হয় পৃথিবীর কক্ষপথকে ছেদ করার জন্য তাদের তত কম উৎকেন্দ্রিকতার প্রয়োজন হয় এবং ততই তারা আমাদের জন্য ক্ষতিকর হয়ে দাড়ায়।
এপর্যন্ত জানা তথ্যমতে সর্ববৃহৎ অ্যাপোলো গ্রহাণু হচ্ছে ১৮৬৬ সিসাইফাস (1866 Sisyphus) যার ব্যাস প্রায় ১০ কিলোমিটার। এই ব্যাস Chicxulub crater সৃষ্টিকারী বস্তুর ব্যাসের সমান। এই খাদ সৃষ্টি হওয়ার প্রভাবেই পৃথিবী থেকে ডাইনোসোররা বিলুপ্ত হয়ে গিয়েছিলো।
কিছু সুপরিচিত অ্যাপোলো গ্রহাণুপুঞ্জের মধ্যে রয়েছে: