অ্যান ব্ল্যাকবার্ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অ্যান এম ব্ল্যাকবার্ন দক্ষিণ ও দক্ষিণ- পূর্ব এশীয় বৌদ্ধধর্মের একজন ইতিহাসবিদ। তিনি কর্নেল বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগে ওল্ড ডোমিনিয়ন ফাউন্ডেশনের অধ্যাপক। ব্ল্যাকবার্ন ১৯৮৮ সালে সোর্থমোর কলেজ থেকে এশিয়ান হিস্ট্রি অ্যান্ড রিলিজিয়নে বিএ, ১৯৯০ সালে ইউনিভার্সিটি অফ শিকাগো ডিভিনিটি স্কুল থেকে রিলিজিয়াস স্টাডিজে এমএ এবং একই প্রতিষ্ঠান থেকে ১৯৯৬ সালে ধর্মের ইতিহাসে পিএইচ.ডি. করেন। চার্লস হ্যালিসি ব্ল্যাকবার্নের ছিলেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Anne M. Blackburn - Department of Asian Studies"। Lrc.cornell.edu। ২০১২-০৭-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-১২-০২