অর্জুন সিত্তামপালাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অর্জুন সিত্তামপালাম যুক্তরাজ্যের একজন অর্থদাতা। তিনি সম্প্রতি ইডিএইচইসি রিস্ক অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট রিসার্চ সেন্টারে রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে নিযুক্ত হয়েছেন।

তিনি মাননীয় ক্যাথিরাভেলু সিত্তামপালামের ছেলে, স্বাধীন সিলনের ডাক ও টেলিযোগাযোগের প্রথম ক্যাবিনেট মন্ত্রী এবং ১৯৮৮ সালে এ-লেভেল পাস করা সর্বকনিষ্ঠ ব্যক্তির গিনেস রেকর্ডধারী গণেশ সিত্তাম্পলামের পিতা।[তথ্যসূত্র প্রয়োজন]

সিত্তমপালম তিনটি বই লিখেছেন, কর্পোরেট গভর্ন্যান্স অ্যাক্টিভিজম, কামিং ওয়ার্স ইন ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, [১] ইভলভিং টেকনিকস ইন ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট [২] এছাড়াও তিনি বিভিন্ন প্রকাশনায় বিনিয়োগ সম্পর্কে নিবন্ধগুলিতেও অবদান রেখেছেন।[তথ্যসূত্র প্রয়োজন]

তথ্যসূত্র[সম্পাদনা]