অপরোক্ষানুভূতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অপরোক্ষানুভূতি (সংস্কৃত: अपरोक्षानुभूतिः) হল আদি শঙ্করকে আরোপিত করা একটি বিখ্যাত রচনা। এটি জনপ্রিয় পরিচায়ক রচনা (প্রাকরণ গ্রন্থ) যা অদ্বৈত বেদান্ত দর্শনকে ব্যাখ্যা করে। এটি এমন একটি পদ্ধতি বর্ণনা করে যা অনুসন্ধানকারীরা সরাসরি একজনের এক প্রকৃতির অপরিহার্য সত্য অনুভব করতে অনুসরণ করতে পারে। এইভাবে, কাজটির আক্ষরিক অর্থ হল অপরোক্ষানুভূতি বা প্রত্যক্ষ অভিজ্ঞতা। স্বামী বিমুক্তানন্দ তার অনুবাদের শিরোনাম আত্ম-উপলব্ধি।[১]

ভাষ্য[সম্পাদনা]

রচনাটির প্রাচীনতম বর্তমান ভাষ্য হল বিদ্যারণ্যের একটি সংস্কৃত ভাষ্য (দীপিকা বা বিশ্লেষণ)। এই কাজটি বারবার অনুবাদ করা হয়েছে এবং অন্যান্য ভাষায় মন্তব্য করা হয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Vimuktananda, Swami (১৯৯৩)। Self-RealizationAdvaita Ashrama। পৃষ্ঠা 1। 

বহিঃসংযোগ[সম্পাদনা]