বিষয়বস্তুতে চলুন

অধিষ্ঠাত্রী দেবতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অধিষ্ঠাত্রী দেবতা বা অভিভাবক দেবতা হলো এমন দেবতা বা আত্মা যিনি নির্দিষ্ট স্থান, ভৌগলিক বৈশিষ্ট্য, ব্যক্তি, বংশ, জাতি, সংস্কৃতি বা পেশার অভিভাবক, পৃষ্ঠপোষক বা রক্ষাকর্তা। অধিষ্ঠাত্রী এর ব্যুৎপত্তি সুরক্ষা এবং এইভাবে অভিভাবকত্বের ধারণাকে প্রকাশ করে।[তথ্যসূত্র প্রয়োজন]

প্রাচীন গ্রীকরোমান ধর্মে, এক ধরণের অধিষ্ঠাত্রী দেবতা, প্রতিভা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন ব্যক্তির অধিষ্ঠাত্রী দেবতা বা অপদেবতা হিসাবে কাজ করে। ব্যক্তিগত অধিষ্ঠাত্রী আত্মার আরেকটি রূপ হলো ইউরোপীয় লোককাহিনীর লৌকিকতাবর্জিত আত্মা[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Riffard, Pierre A. (২০০৮)। Nouveau dictionnaire de l'ésotérisme। Paris, FR: Payot। পৃষ্ঠা 114–115, 136–137।