অখিল ভারতীয় রাষ্ট্রবাদী কিষাণ সংগঠন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অখিল ভারতীয় রাষ্ট্রবাদী কিষাণ সংগঠন হল একটি অরাজনৈতিক দল যা রণবীর সেনার প্রতিষ্ঠাতা ব্রহ্মেশ্বর সিং (মুখিয়াজি) দ্বারা শুরু হয়েছিল যিনি কিষাণের নেতা হিসাবেও পরিচিত। ৫ মে ২০১২-এ [১] অহিংসভাবে কৃষক ও অন্যান্য কায়িক কর্মীদের অধিকার রক্ষার লক্ষ্যে পাটনায় দলটি শুরু হয়েছিল। দলটিকে একটি অরাজনৈতিক দল হিসাবে ঘোষণা করা হয়েছিল যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না।[তথ্যসূত্র প্রয়োজন]

দলটি অতীতে তার নেতা ব্রহ্মেশ্বর সিং এবং অন্যান্যদের সমর্থনে প্রতিবাদ সভা করেছিল।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Tillers' outfit"The Telegraph (Calcutta)। ৫ মে ২০১২। ২২ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০১২ 
  2. "Dharna staged for ban on ML"The Times of India। সেপ্টে ২৫, ২০০২। জানুয়ারি ৩, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০১২