আপনি এখন উইকিপত্রিকার ট্যাগ সূচির বর্ণনা সম্পাদনা করছেন।
একটি ট্যাগের বর্ণনা এরকম দেখাবে:
==ট্যাগের নাম==
ট্যাগের বর্ণনা।
যেকোন ট্যাগের বর্ণনা হালনাগাদ করা সহজ: শুধু সূচির একটি ট্যাগের শেষে থাকা বর্ণনার (সম্পাদনা) বোতাম চাপুন। একটি ট্যাগের বর্ণনা ছোট অনুচ্ছেদ বা কয়েক বাক্যে কোন বিষয়ের সম্পর্কে বোঝাতে সাহায্য করে। প্রয়োজন হলে বিষয়টি গুরুত্বপূর্ণ কেন তাও লেখার চেষ্টা করুন। মাঝেমধ্যে ট্যাগ বর্ণনা সাহায্যকারী উপাদান বা প্রকল্প পাতার পরিচিতিমূলক লেখা হতে কপি করা হয়ে থাকে।
অনুচ্ছেদের শিরোনাম পরিবর্তন করবেন না! এই শিরোনাম স্বয়ংক্রিয়ভাবে উৎপাদিত ও সংযোগকৃত, এটি পরিবর্তন করা হলে সূচি পাতায় ট্যাগ বর্ণনা হারিয়ে যাবে।