বিষয়বস্তুতে চলুন

ডেভিড অল্টন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দাপ্তরিক প্রতিকৃতি, ২০২৩

ডেভিড প্যাট্রিক পল অল্টন, লিভারপুলের ব্যারন অল্টন, KCSG, KCMCO (জন্ম ১৫ মার্চ ১৯৫১) একজন ব্রিটিশ-আইরিশ রাজনীতিবিদ, আগে লিবারেল পার্টির সংসদ সদস্য এবং পরে লিবারেল ডেমোক্র্যাট যিনি হাউস অফের ক্রসবেঞ্চ সদস্য হিসাবে বসেছিলেন লর্ডস ১৯৯৭ সাল থেকে যখন তাকে লাইফ পিয়ার করা হয়। আলটন জুবিলি অ্যাকশন, শিশুদের দাতব্য সংস্থার সহ-প্রতিষ্ঠাতা সহ মানবাধিকার কাজের জন্যও পরিচিত (যা ২০১৪ সালে এর নাম পরিবর্তন করে চান্স ফর চাইল্ডহুড করেছে), এবং বিভিন্ন দাতব্য ও স্বেচ্ছাসেবী সংস্থার চেয়ার, পৃষ্ঠপোষক বা ট্রাস্টি হিসাবে কাজ করে।[১]

আলটন লিভারপুল হোপ ইউনিভার্সিটির একজন ভিজিটিং প্রফেসর, [২] লিভারপুল জন মুরস ইউনিভার্সিটির একজন অ্যাম্বাসেডর ফেলো, [৩] এবং গ্রেট ব্রিটেনের ক্যাথলিক ইউনিয়নের প্রাক্তন প্রেসিডেন্ট।[৪]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Creative bridge between the past and present | Jesuits in Britain"। ৩০ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৭ 
  2. "Staff Index Import" 
  3. "The Rt. Hon Professor the Lord Alton of Liverpool" 
  4. "Former Presidents"The Catholic Union of Great Britain (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৮