বিষয়বস্তুতে চলুন

আল-জান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জ্বীনদের পূর্বপুরুষকে আরবিতে বলা হয় 'জান' (একবচনে) বা 'জিন্নান' বা 'জাওয়ান' (বহুবচনে)। ইসলামী বিশ্বাস অনুযায়ী, তারা হযরত আদম (আ.) এর আগে পৃথিবীতে বাস করত। তাদের একজন রাজা ছিল যার নাম ছিল 'জান ইবনে জান'। তবে লোককাহিনীতে বলা হয়, অনেকে বিশ্বাস করেন যে, জান শ্রেণির জ্বীনরা আল্লাহর শাস্তির কারণে জ্বীনদের মধ্যে সবচেয়ে দুর্বল শ্রেণিতে পরিণত হয়েছে।[] এই পরিবর্তনকে মানুষে রূপান্তরিত বানরের সাথে তুলনা করা হয়। জ্বীনদের জনককে 'আবু আল-জান' বলা হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Patrick Hughes, Thomas Patrick Hughes Dictionary of Islam Asian Educational Services 1995 আইএসবিএন ৯৭৮-৮-১২০-৬০৬৭২-২ page 134