বিষয়বস্তুতে চলুন

গাজা-মিশর সীমান্ত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মানচিত্রে গাজা ভূখণ্ড

মিশর–গাজা সীমান্ত হলো গাজা এবং মিশরের মধ্যে অবস্থিত ১২ কিলোমিটার (৭.৫ মা) দীর্ঘ একটি সীমান্ত এবং এ সীমান্ত বরাবর একটি বাফার জোন রয়েছে যা প্রায় ১৪ কিলোমিটার (৮.৭ মা) দীর্ঘ।[] রাফাহ সীমান্ত ক্রসিং মিশর ও গাজা উপত্যকার মধ্যে একমাত্র ক্রসিং পয়েন্ট। এটি আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত যা, ১৯৭৯ সালের মিশর-ইসরায়েল শান্তি চুক্তিতে চিহ্নিত করা হয় এবং রাফাহ বর্ডার ক্রসিং দিয়ে কেবল ব্যক্তি যাতায়াত করতে পারে। কারণ সমস্ত পণ্যবাহী যানবাহন অবশ্যই ইস্রায়েলের মধ্য দিয়ে যেতে হয় এবং সেসব সাধারণত ইস্রায়েল-নিয়ন্ত্রিত কেরাম শালোম সীমান্ত ক্রসিং দিয়ে পার হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Pdf" (পিডিএফ)