গারার
অবয়ব
‘গারার’(আরবি: غرر)এর শাব্দিক অর্থ হচ্ছে ধোকা, অস্পষ্টতা, অস্বচ্ছতা।[১] এটি ফিকহুল মু'আমালাত বা (অর্থনৈতিক লেন-দেন বিষয়ক ফিকহ) এর একটি নেতিবাচক পরিভাষা, যেমন রিবা (সুদ) এবং মায়সির (জুয়া)।উল্লেখ্য যে, উপরোক্ত পরিভাষাটি বহু হাদীসে বিভিন্নভাবে উল্লেখিত হয়েছে। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে তাদের লেনদেন ও কারবারে গারার থেকে বেঁচে থাকার নির্দেশ প্রদান করেছেন। আর এ নিষিদ্ধ বিষয়টি কুরআনুল কারীমে নিষিদ্ধ (আকলু মালিল গাইরে বিল বাতিল) অবৈধ পন্থায় অন্যের সম্পদ হাতিয়ে নেওয়া-এর অন্তর্ভুক্ত।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "عين - ১ | কুরআনের অর্থ বুঝার সহজ অভিধান"। www.hadithbd.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-১০।